পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

North Bengal University: উপাচার্য গ্রেফতারের রাতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নথি পোড়ানোর অভিযোগ, সোশাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য় - in the university of north bengal

উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারির রাতেই কাগজপত্র জ্বালানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে(North Bengal University)৷ উঠছে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগ ৷ কিন্তু এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী বলছে ?

Etv Bharat
উপাচার্য গ্রেফতারের রাতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নথি পোড়ানোর অভিযোগ

By

Published : Sep 20, 2022, 7:06 AM IST

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: এসএসসির নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতারের রাতেই সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্ধকারে লোকচক্ষুর আড়ালে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠল(Documents Burnts Alligation in the University of North Bengal)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ৷ ওই নথি পোড়ানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)। যদিও নথি লোপাটের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের(The University of North Bengal)উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে কলকাতা থেকে গ্রেফতার করে সিবিআই । একটি ক্লিপে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একটি ঘরের পাশে চার-পাঁচজন লোক মিলে প্রচুর নথি পোড়াচ্ছেন ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নথি পোড়ানো নিয়ে প্রিন্টিং কর্মীদের বক্তব্য

আরও পড়ুন :সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারিতে মিষ্টি বিতরণ এবিভিপি'র

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের দাবি, সেটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিডিয়ো । উপাচার্যের আবাসন থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটছে ওই ঘটনা । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে কারা, কী উদ্দেশ্যে এই কাজ করছিলেন সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি পোস্টে লিখেছেন,"উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে । এর উদ্দেশ্য কী ? কীসের তথ্য গোপন করতে, কী কী নথি জ্বালিয়ে ফেলা হল ? আমরা এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করছি ।"

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিপদ আঁচ করেই কি সমস্ত নথি জ্বালিয়ে ফেলা হল ? একই প্রশ্ন গোটা শিক্ষামহলের । যদিও বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং কারখানায় কর্মরত কর্মীদের দাবি, তাঁরা দু'তিন দিন অন্তর প্রিন্টিংয়ের ওয়েস্টেজ বা বাতিল কাগজ তাঁরা পুড়িয়ে দেন । যার মধ্যে মার্কশিট থেকে মেরিট লিস্ট, প্রশ্নপত্র থেকে বিভিন্ন সার্টিফিকেট সবই থাকে । সেগুলোকে নিয়ে পরবর্তীতে যাতে সমস্যা তৈরি না করে সেজন্যই পুড়িয়ে ফেলা হয় ।

আরও পড়ুন : এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details