শিলিগুড়ি, 27 এপ্রিল : কর্মীদের মধ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) । মাঝেমধ্যেই পৌরনিগমের কর্মীদের মধ্যে অনুপস্থিতি বা দেরিতে আসার অভিযোগ উঠেছে বহুবার ৷ এর জেরে পৌরনিগমের প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটারও অভিযোগ উঠেছে । সেই অভিযোগে ইতি টানতে এবার শিলিগুড়ি পৌরনিগমে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হতে চলেছে (Biometric Attendance System Starts in Siliguri Municipal Corporation) ৷
শিলিগুড়ি পৌরনিগমে স্থায়ী কর্মী আছেন 334 জন । স্থায়ী-অস্থায়ী কর্মী মিলিয়ে 2106 জন রয়েছে । এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর্মচারীদের দফতরে ঢোকার সময় সকাল 10টা ঠিক করা হয়েছিল । বাকি অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত দফতরে ঢোকার সময় সাড়ে 10টা । তবে বাড়তি 15 মিনিট ছাড় দেওয়া হয় । নানা সমস্যার কথা মাথায় রেখে । তারপরেও অনেকে সময়মতো ঢুকতেন না বলে অভিযোগ । বরো অফিসগুলোতে ওই ছবি আরও বেশি ।
এই ফাঁকিবাজি বন্ধ করতেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার (Biometric Attendance System) ব্যবস্থা চালু করা হল বলে জানানো হয়েছে । আগামী 2 মে থেকে ওই মেশিন চালু করার উদ্যোগ নিয়েছে ওই পৌরনিগম । শুধু শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক ভবন নয়, কর্মীদের পাশাপাশি প্রত্যেক বরোতেও চালু করা হবে ওই পরিষেবা । তিনদিন দেরি করে আসলে কাটা হবে একদিনের বেতন । এমনটাও কড়া হুঁশিয়ারি জারি করেছে পৌর কর্তৃপক্ষ ।