পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফোরামের আন্দোলন স্থগিত, রবিবার অনশনে বসছেন বিনয় - চা বাগান বোনাস

ফোরামের আন্দোলন স্থগিত ঘোষণা হলেও রবিবার থেকে আমরণ অনশনে বসছেন মোর্চার সভাপতি বিনয় তামাঙ। মোটরস্ট্যাণ্ডেই এই অনশন হবে বলে জানা গেছে ।

ফোরামের আন্দোলন স্থগিত, রবিবার  অনশনে বসছেন বিনয়

By

Published : Oct 5, 2019, 10:59 PM IST

দার্জিলিং, 5 অক্টোবর : চা বাগানের শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে রিলে অনশন আপাতত স্থগিত । শনিবারও দার্জিলিং মোটরস্ট্যান্ডে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চে রিলে অনশন হয়েছে । তবে পুজোর জন্য রবিবার থেকে আপাতত ফোরামের এই আন্দোলন স্থগিত রাখা হচ্ছে বলে ফোরামের তরফে সমন পাঠক ও অমর লামা শনিবার জানিয়েছেন । যদিও বিনয় তামাঙ তাঁর পূর্ব সিদ্ধান্ত থেকে সরছেন না বলে জানা গেছে । ফোরামের আন্দোলন স্থগিত ঘোষণা হলেও রবিবার থেকে আমরণ অনশনে বসছেন মোর্চার সভাপতি বিনয় তামাঙ। মোটরস্ট্যাণ্ডেই এই অনশন হবে বলে জানা গেছে ।

বিনয় তামাঙয়ের এই অনশন কর্মসূচিকে স্বাগত জনিয়েছেন যুগ্ম ফোরামের নেতৃত্ব । প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা সমন পাঠক বলেন, ''বিনয় তামাঙয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই । তবে পুজোর মধ্যে যেহেতু পুজোর বোনাস পেলেন না চা-শ্রমিকরা, তাই আনন্দ যাতে ফিকে না হয় সেজন্য আপাতত ফোরামের আন্দোলন স্থগিত রাখা হলেও পুজোর পরেই ফের তা শুরু হবে । ''

ফোরামের আন্দোলন স্থগিত হলেও চা-শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবির আন্দোলন স্থগিত হচ্ছে না । রবিবার বিনয় তামাঙ আমরণ অনশনে বসলে পুজোর মধ্যেও জিইয়ে থাকবে এই আন্দোলন ।

ABOUT THE AUTHOR

...view details