পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বোনাস নেই, প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ

প্রাণ গেলেও অনশন বন্ধ নয়, মন্তব্য বিনয়ের

By

Published : Oct 6, 2019, 9:50 PM IST

দার্জিলিং, 6 অক্টোবর : প্রাণ চলে গেলেও অনশন থেকে পিছু হটবেন না, জানালেন মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ ৷ তাঁর কথায়, ''আমার জান চলে গেলেও পিছুপা হব না । আমার কিছু হলে দায়ি থাকবেন পাহাড়ের 87টি চা বাগানের মালিক।''

রবিবার দার্জিলিঙের মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ । তিনি বলেন, ''আমার জান (প্রাণ) বা স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে ওই বাগান মালিকরাই দায়ি থাকবেন । এখন আর কোনও বৈঠক, আলোচনা নয় । একেবারে 20 শতাংশ বোনাসের চুক্তি করতে হবে মালিক পক্ষকে । পুজোর সময় প্রতিবছর চা শ্রমিকরা বোনাস পান । এবার তা মেলেনি । এক মাস আগেই আমি বলেছিলাম চা শ্রমিকরা আশানুরূপ বোনাস না পেলে পদক্ষেপ করা হবে । এরপর কলকাতায় মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকের পরও কোনও কাজ হয়নি ।''

30 সেপ্টেম্বর চা বাগানের মালিকপক্ষকে শেষবারের মতো সময় দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ । কিন্তু তারপরও অনড় মনোভাব দেখান বাগান মালিকরা । রবিবার থেকে আমরণ অনশন শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয় । সেইমতোই অনশনে বসলেন তিনি ৷ বিনয় বলেন, ''অনেক সুযোগ দেওয়া হয়েছে চা বাগান মালিকদের । কিন্তু এখন আর তা হবে না ৷ 2018 সালে পাহাড়ে শান্তি ছিল ৷ আবহাওয়াও ভাল ছিল । লাভের মুখ দেখেছেন চা-বাগান মালিকরা । সেই লাভ থেকে মাত্র 20 শতাংশ বোনাস চেয়েছেন শ্রমিকরা ।'' তিনি বলেন, 2020 সালের জানুয়ারি থেকে চা বাগান মালিকদের শ্রম আইন মেনে বাগান চালাতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details