পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, বললেন বিমল - বিনয় তামাং

বুধবার রাতে গোপন বৈঠক হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুং (Bimal Gurung) এবং বিনয় তামাংয়ের (Binay Tamang) মধ্যে ৷ গত রাতে এনিয়ে তাঁরা কেউই কোনও মন্তব্য না করলেও এদিন সাংবাদিকদের বিমল জানান, বিনয়ের সঙ্গে তাঁর রাজনৈতিক আলোচনা হয়নি ৷ তবে সাধারণ শলাপরামর্শ হয়েছে ৷ কারণ বিনয়ের কাছে তিনি অভিভাবকের মতো ৷ তাই সমস্যায় পড়লে বিনয় আসেন তাঁর কাছে ৷

বিনয় তামাং বিমল গুরুং
বুধবার রাতের গোপন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিমল এবং বিনয় ৷

By

Published : Aug 12, 2021, 6:14 PM IST

Updated : Aug 13, 2021, 3:31 PM IST

দার্জিলিং, 12 অগস্ট : "বিনয়ের কাছে আমি অভিভাবকের মতো । ও সমস্যায় পড়লে আমার কাছে আসে ৷ আমার সঙ্গে শলাপরামর্শ করে ।" বুধবার রাতে বিনয় তামাংয়ের (Binay Tamang) সঙ্গে গোপন বৈঠকের পর এমনটাই শোনা গেল গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) নেতা বিমল গুরুংয়ের (Bimal Gurung) গলায় ৷ একই সুর শোনা গিয়েছে বিনয়ের গলাতেও । একে গত রাতে তাঁদের গোপন বৈঠক, তার উপর আবার এই ধরণের মন্তব্য- এতেই পাহাড় তো বটেই, রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে ।

বুধবার রাতে দার্জিলিংয়ের সিঙ্ঘাহারের পাতংবং গেস্ট হাউজে বৈঠকে বিনয় তামাংয়ের সঙ্গে একান্তে গোপন বৈঠকে বসেন বিমল গুরুং । দু'জনের মধ্যে প্রায় ঘণ্টাখানেক বৈঠক চলে । গতকাল কেউই বৈঠকের বিষয়ে মুখ না খুললেও বৃহস্পতিবার দু'জনেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন । পাহাড়ের দুই হেভিওয়েট নেতার বৈঠকের পর আচমকা সুর বদল হওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল । তবে ওই দুই শিবিরের এক হয়ে যাওয়া নিয়ে এখন 'ধীরে চলো' স্ট্র‍্যাটেজি নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

বৃহস্পতিবার বৈঠকের পর বিমল গুরুং বলেন, "দু‘জনের মধ্যে একান্ত আলোচনা হয়েছে । তবে রাজনৈতিক আলোচনা তেমন কিছু হয়নি । পাহাড় ও পাহাড়বাসীর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে ৷ আগামীতে পাহাড় নিয়ে কী করা উচিৎ সেসব নিয়ে কথা হয়েছে ।" বিনয় তামাং বলেন, "আমাদের মধ্যে সেরকম কোনও আলোচনা হয়নি । তবে কিছু শলাপরামর্শ করেছি । আগামীতে দেখা যাক কী করা যায় ।"

গোটা বিষয়টি নিয়েই তেমন কোনও বক্তব্য রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব (Goutam Deb) বলেন, "বিমল গুরুং ও বিনয় তামাংয়ের বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু করার বা বলার নেই । তৃণমূল আলাদা একটা রাজনৈতিক দল । তবে পাহাড়ের উন্নয়নে কেন্দ্রীয় সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে । কিন্তু রাজ্য সরকার পাহাড় ও পাহাড়বাসীর উন্নয়নে একটানা কাজ করে চলেছে ।"

বুধবার রাতের গোপন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিমল এবং বিনয় ৷

তবে বিমল ও বিনয়ের বৈঠক পাহাড়ের রাজনৈতিক সমীকরণে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোর্চা-2 এর কার্যকরী সভাপতি অনিত থাপা । শুধু তাই নয়, তিনি সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে বিমলপন্থী মোর্চায় যোগ দেওয়ার কোনও সম্ভাবনাই নেই । বৃহস্পতিবার কালিম্পংয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমি রাজনৈতিক ফায়দার জন্য আসিনি । আমি পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করছি । যে এক লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন তাঁদের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না ।"

গত বিধানসভা নির্বাচনে পাহাড়ে পরাজয়ের পর 15 জুলাই গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং । 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়বাসীর সশস্ত্র আন্দোলনের পর বিমল গা-ঢাকা দিলে পাহাড়ে মোর্চার দায়িত্ব সামলেছিলেন বিনয় । কিন্তু বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে বিমলের প্রত্যাবর্তন ও দার্জিলিংয়ে বিনয়পন্থী মোর্চার পরাজয়ের পরই পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি দলের পতাকা ও প্রতীক মোর্চার প্রতিষ্ঠাতা বিমল গুরুংকে ফেরত দেন বিনয় তামাং । এরপর বুধবারের গোপন বৈঠকের পর ফের বিমল শিবিরেই নাম লিখিয়ে ঘরে ফিরবেন বিনয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : Bimal Gurung and Binay Tamang : বিমল-বিনয় গোপন বৈঠক, পাহাড়ে নয়া রাজনৈতিক জল্পনা

Last Updated : Aug 13, 2021, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details