পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমরা নয়, গুরুংই আমাদের নিয়ে চিন্তায় : বিনয় তামাং - বিমল গুরুঙের প্রত্যাবর্তন

"গুরুংকে আমরা চিন্তা করছি না, বরং গুরুংই আমাদের নিয়ে চিন্তায় ।" কলকাতায় যাওয়ার আগে আজ বাগডোগরা বিমানবন্দরে এই কথাই বললেন বিনয় তামাং ।

বিনয় তামাং
বিনয় তামাং

By

Published : Nov 2, 2020, 6:27 PM IST

শিলিগুড়ি, 2 নভেম্বর : মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা যাওয়ার আগে পাহাড়ে বিমল গুরুঙের ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিনয় তামাং । আজ বাগডোগরা বিমানবন্দরে তিনি জানান, "গুগুরুংকে আমরা চিন্তা করছি না, বরং গুরুংই আমাদের নিয়ে চিন্তায়।"

আগামীকাল পাহাড়ের উন্নয়নের বিষয়গুলি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিনয় তামাং । তার আগে আজ শিলিগুড়িতে বিনয় থামায় বলেন, "আগামীকাল বিকেল 3 টেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে । গুরুং কলকাতায় এলেও তাঁকে পাহাড়ের সিংহভাগ মানুষ চায় না । তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ঝুলছে ।" তবে গুরুং পাহাড়ে উঠতে চাইলে তাঁকে উঠতে দেওয়া হবে কি না তা নিয়ে মন্তব্য এড়িয়ে যান বিনয় তামাং ।

আরও পড়ুন : গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত, টুইট তৃণমূলের

তিনি বলেন, "গুরুং কলকাতায় যা বলেছেন তা নিয়ে টুইট প্রকাশ্যে এলেও মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য সামনে আসেনি ।"

"আমরা নয়, গুরুংই আমাদের নিয়ে চিন্তায়", বললেন বিনয় তামাং

প্রসঙ্গত, অক্টোবরের শেষের দিকে বিমল গুরুং NDA-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূলের সঙ্গে সখ্যতা তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন । একেবারে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেছিলেন তিনি । তবে গুরুং কলকাতায় এলেও তাঁকে গ্রেপ্তার করার জন্য কোনও হেলদোল দেখা যায়নি পুলিশের মধ্যে । বরং গুরুঙের NDA ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল শিবির । তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করা হয়েছিল গুরুঙের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details