শিলিগুড়ি, 29 জানুয়ারি : বিহারের দুষ্কৃতী দলের বাড়বাড়ন্ত শিলিগুড়িতে ৷ অভিনব কায়দায় একের পর এক ডাকাতি, চুরি ও মাদক পাচারে শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠেছে বিহারের দুষ্কৃতীরা ৷ যা নিয়ে এবার উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন ৷ আর তারই মধ্যে অভিযান চালিয়ে একদল দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ (Bihar Gang Arrested for Robbery in Siliguri) ৷ সেই সঙ্গে উঠে এল চাঞ্চল্যকর তথ্যও ৷
পুলশি জানতে পেরেছে, শিলিগুড়িতে সোনার দোকানগুলিতে চুরির ঘটনায় লম্বা পরিকল্পনা করে নামত বিহারের এই দুষ্কৃতীরা ৷ যেখানে চুরি বা ডাকাতি করার পরিকল্পনা হত, তার আশেপাশেই বাড়িভাড়া নিয়ে দুষ্কৃতীরা থাকত ৷ সেখান থেকেই পুরো কর্মকাণ্ডের পরিকল্পনা করা হত ৷ এমনকি সোনার দোকানের নকল চাবি তৈরি করত তারা ৷ যাতে তালা না ভেঙেই ডাকাতি করা যায় ৷ এর পিছনেও দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, এতে লোকজনের মধ্যে সন্দেহ হবে না ৷ ফলে জানাজানি হওয়ার আগেই তারা কাজ হাসিল করে বিহারে পালিয়ে যাওয়ার সময় পেত ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বিহারের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে ঘুরতে দেখে মাটিগাড়া থানার পুলিশ ৷ এর পর সন্দেহ হলে পুলিশ ওই গাড়ির চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ এমনকি তারা নিজেদের আসল পরিচয়পত্র পুলিশকে দেখায় ৷ কিন্তু, তাতেও সন্দেহ থেকে যায় পুলিশের ৷ এর পর তারা যেখানে থাকত সেই জায়গা দেখাতে বলে ৷ পুলিশের কথা মতো দুষ্কৃতীরা গন্তব্যে নিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ তখনই পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ৷