পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সবুজ-গেরুয়া-লাল, উত্তরবঙ্গে রবিবাসরীয় প্রচারের ঝড়

রবিবাসরীয় প্রচারে শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থীরা ৷ তৃণমূল, বিজেপি থেকে সিপিএম সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নিজের মতো করে প্রচারের ময়দানে নামলেন ৷ যেখানে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ খবর নিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷ আবার ফুটবল খেলতে দেখা গেল অশোক ভট্টাচার্যকে ৷

bengal election 2021 sunday election campaign of tmc bjp and cpim candidates in siliguri
সবুজ-গেরুয়া-লাল, উত্তরবঙ্গে রবিবাসরীয় প্রচারের ঝড়

By

Published : Mar 21, 2021, 4:50 PM IST

শিলিগুড়ি, 21 মার্চ : শিলিগুড়িতে জমজমাট রবিবাসরীয় নির্বাচনী প্রচার । কেউ গেলেন বিপক্ষ দলের প্রার্থীর বাড়িতে প্রচার করতে। কাউকে দেখা গেল জনসংযোগে জোর দিতে। কেউ আবার ফুটবল পায়ে মেঠে নেমে জনসংযোগ করলেন । আবার কেউ ব্যাট ছয়-চার হাঁকালেন। কেউ আবার করলেন বিজেপির চায় পে চর্চার অনূকরণ। কেউ আবার মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। ভোট যে বড় বালাই রবিবাসরীয় প্রচারে স্পষ্ট হয়ে উঠল শিলিগুড়ির প্রচারের ছবিতে।

সবুজ-গেরুয়া-লাল, উত্তরবঙ্গে রবিবাসরীয় প্রচারের ঝড়

সাতসকালে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক গৌতম দেবের বাড়িতে হাজির হলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। গৌতম দেবের সাথে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খবরাখবর নেওয়ার পাশাপাশি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করে নেন দু’জনে। এরপর সেখান থেকে বেরিয়ে শঙ্কর ঘোষ শিলিগুড়ির কলেজ ময়দানে ক্রিকেট খেলেন। বেশ কয়েকটি বলে চার ও ছক্কা হাঁকান তিনি।

অন্যদিকে শঙ্কর ঘোষ বেরিয়ে যেতেই, নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগে নেমে পড়েন গৌতম দেব। শিলিগুড়ি সংলগ্ন দক্ষিণ শান্তিনগর এলাকায় জনসংযোগ যাত্রা করেন তিনি। যাত্রার সময় প্রত্যেকের হাতে চকলেট তুলে দিতে দেখা যায় তাঁকে। রবীবাসরীয় প্রচার নিয়ে গৌতম দেব বলেন, ‘‘মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি। বিপুল ভোটে জয়ী হয়ে ফের নবান্নে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ শংকর ঘোষের তাঁর বাড়িতে প্রচার বিষয়ে প্রশ্ন করলে, কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘পড়তে এসেছিল। ভালো শিক্ষিত ছেলে। কিন্তু নীতি অনুযায়ী, সম্পূর্ণ বিপরীত মেরুর দলে যোগদান করাটা বেদনাদায়ক।’’ শংকর ঘোষ অবশ্য বলেন, ‘‘আমি গৌতম দেবের বাড়িতে প্রচার করতে যায়নি। ওই এলাকায় প্রচার করছিলাম ৷ তো প্রচারের পথেই ওনার বাড়ি আসায় শারীরিক অবস্থার খোঁজ নিই।’’

ফুটবল খেলছেন অশোক ভট্টাচার্য

আরও পড়ুন : মন্দিরে পুজো, মাজারে মাথা ঠুকে প্রচার শুরু পার্থর
অন্যদিকে, আবার সকাল থেকেই প্রচারে দেখা গেল সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যকেও । এদিন সকালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল খেলেন তিনি । ডান ও বাঁ, দুপায়েই পেনাল্টি শট নেন তিনি। পাশাপাশি মাঠে উপস্থিত খেলোয়ার এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে খোলামেলা আলোচনাও করতে দেখা যায় অশোক ভট্টাচার্যকে ৷ এরপর সেখান থেকে বিধান মার্কেটের নেতাজি কেবিনে সাধারণ মানুষের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দেন সিপিআইএম প্রার্থী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘রবিবাসরীয় প্রচার বলে বিশেষ কিছু নয়। সপ্তাহের প্রতিদিনই জোর দিয়ে প্রচার চালাচ্ছি ৷’’

সাতসকালে মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন ডাব গ্রাম ফুলবাড়ির বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনকে। 43 নং ওয়ার্ডের ভানুনগর বাজারের স্থানীয় মন্দিরে পুজো দেন শিখা চট্টোপাধ্যায় । এরপর সেখান থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তিনি। একইভাবে, শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরার হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার নামলেন আনন্দময় বর্মন।

ABOUT THE AUTHOR

...view details