পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘ সরকারে নেই , তবে দরকারে আছি ’ করোনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ অশোকের - শিলিগুড়ি পৌরনিগম

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ শিলিগুড়ি পৌরনিগমকে অভিভাবকহীন বলে কটাক্ষ করলেন তিনি ৷

করোনা প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমকে কটাক্ষ অশোকের
করোনা প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমকে কটাক্ষ অশোকের

By

Published : Apr 23, 2021, 5:50 PM IST

Updated : Apr 23, 2021, 6:40 PM IST

শিলিগুড়ি, 23 এপ্রিল : " সরকারি নেই , তবে দরকারে আছি "- শহরের করোনা পরিস্থিতি নিয়ে অভিভাবকহীন শিলিগুড়ি পৌরনিগম প্রসঙ্গে এমনই কথা বললেন শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য । শুক্রবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন ।

অবিলম্বে শিলিগুড়ি পৌরনিগম সহ পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, " সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় বর্তমানে অভিভাবকহীন হয়ে পড়েছে শিলিগুড় শহর । পৌরনিগম সহ মহকুমা পরিষদ, পঞ্চায়েত এলাকা অভিভাবকহীন সব জায়গা । বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলায় কোনওরকম উদ্যোগ গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না শিলিগুড়ি পৌরনিগমের । ফলে আতঙ্কিত শহরবাসী ।"

সরকারে না থাকলেও মানুষের দরকারে আছেন তিনি , এমনটাই জানালেন বিধায়ক অশোক ভট্টাচার্য

অবিলম্বে করোনা রোগীদের সঠিক চিকিৎসা প্রদান সহ মেডিকেল কলেজ, শহরের বেসরকারি হাসপাতাল ও ইন্ডোর স্টেডিয়ামকে চিকিৎসার প্রয়োজনে কাজে লাগানোর দাবি জানান তিনি ।

আরও পড়ুন :আগামী সোমবার থেকে কমছে মেট্রোর সংখ্য়া

Last Updated : Apr 23, 2021, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details