শিলিগুড়ি, 13 এপ্রিল : রাজনীতিতে সবই সম্ভব । একসময়ের মূল প্রতিদ্বন্দ্বীর হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নামল আর এক প্রতিদ্বন্দ্বী । শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের সমর্থনে প্রচার করতে দেখা গেল বাইচুং ভুটিয়াকে ৷
2016 সালের বিধানসভা নির্বাচনের সময় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ফুটবল তারকা তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া । সেই বার নির্বাচনে বাম প্রার্থী অশোক ভট্টাচার্যর কাছে পরাজিত হন তিনি । এরপর তৃণমূল কংগ্রেস ছাড়ার পাশাপাশি রাজ্য রাজনীতি থেকে সরে যান বাইচুং ৷ রাজ্য রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও অবশ্য অশোক ভট্টাচার্যের গুণগান করতে ভোলেননি বাইচুং ভুটিয়া । একাধিকবার অশোক ভট্টাচার্যের প্রশংসা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের কাছে অশোক ভট্টাচার্যর সমর্থনে বক্তব্য দিয়েছিলেন । তার ওইসব বক্তব্যের পর রাজনৈতিক মহলের সমালোচনার ঝড় উঠলেও তাতে আমল দেননি কেউই । মঙ্গলবার ফের অশোক ভট্টাচার্যর সমর্থনে শিলিগুড়িতে রোড শো করলেন বাইচুং ভুটিয়া । পাশাপাশি উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, যুবনেতা শতরূপ ঘোষ, জীবেশ সরকার সহ অন্যান্যরা ।