পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রেশন চুরি হলে পৌঁছে যাবেন ফাটাকেষ্ট !

মাটিগাড়া এলাকায় পৌঁছে মায়াদেবী ক্লাব ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাগুরু বলেন, "আমরা চাই না বাংলায় আর কোনও মায়ের কোল খালি হোক । কীসের জন্য এই পাঁচটা প্রাণ কেড়ে নেওয়া হল ? সিংহাসনের জন্য ! এই উস্কানিতে আর পা দেবেন না ।"

মিঠুন
মিঠুন

By

Published : Apr 12, 2021, 7:19 PM IST

শিলিগুড়ি, 12 এপ্রিল : "একটা রাজ্য 44 বছর ধরে খালি বিরোধিতাই করে গেল । কিন্তু কাজের কাজ কিছুই হল না । কোনও উন্নয়ন হয়নি । পাড়াতে যদি কেউ বিরোধিতা করেন, তাঁকে যেমন একঘরে করে দেওয়া হয় । আমাদের সঙ্গেও তেমনি হয়েছে ।" মাটিগাড়ার সভায় এভাবেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী ৷

মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের সমর্থনে সোমবার মাটিগাড়ায় খাপরাইল মোড় থেকে পতিরাম পর্যন্ত রোড শো করার কথা ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ৷ কিন্তু এদিন তিনি রোড শো না করেই ফিরে যান । পরে মাটিগাড়া এলাকায় পৌঁছে মায়াদেবী ক্লাব ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাগুরু বলেন, "আমরা চাই না বাংলায় আর কোনও মায়ের কোল খালি হোক । কীসের জন্য এই পাঁচটা প্রাণ কেড়ে নেওয়া হল ? সিংহাসনের জন্য ! এই উস্কানিতে আর পা দেবেন না । আমরা আমাদের নীতির দ্বারা জিতব । কথা দিচ্ছি বিজেপি পশ্চিমবঙ্গে এলে সন্ত্রাস মুক্ত হবে ।"

মাটিগাড়ায় জনসভায় মিঠুন

আরও পড়ুন : সাম্প্রদায়িক রাজনীতি করছে তৃণমূলই, শীতলকুচির ঘটনায় মমতাকে তোপ রাজীবের

অন্যদিকে এদিন মিঠুন তৃণমূল সরকারের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন ৷ বলেন, "পশ্চিমবঙ্গের মানুষকে এখন আর একটা ললিপপ দেখানো হচ্ছে । বলছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। সেটাতেও দুর্নীতি করবে তৃণমূল। কেউ যদি এক গ্রামও রেশন চুরি করে । তাহলে ফোন করবেন । এই ফাটাকেস্ট পৌঁছে যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details