শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি : ডেঙ্গি মোকাবিলায় শিলিগুড়িতে প্রচারে আসবেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একথা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । আজ সকালে সৌরভের সঙ্গে দেখা করেন তিনি ৷
ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচারে শিলিগুড়ি আসবেন সৌরভ, জানালেন মেয়র - মেয়র অশোক ভট্টাচার্য
আজ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য । ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচারে শিলিগুড়িতে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ।
অশোকবাবু বলেন, "আজ বিধানসভা অধিবেশন ছিল বলে কলকাতায় ছিলাম । সৌরভ আমাকে সকালে ফোন করেছিলেন । বরাবরই সৌরভের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে । একটি হোটেলে শুটিংয়ের ফাঁকে তাঁর সঙ্গে বৈঠক হয় । সেই বৈঠকেই শিলিগুড়িতে আসার জন্য ওঁকে আমন্ত্রণ জানাই । আমি জানিয়েছি ডেঙ্গি মোকাবিলায় শহরে সচেতনতা র্যালি করা হবে । তাতে তাঁর উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে । সৌরভ সম্মতি দিয়েছেন । ওঁর সুবিধা মতোই ওই সচেতনতা প্রচারের আয়োজন করব । আগামী পৌর নির্বাচন নিয়েও ওঁর সঙ্গে আলোচনা হয়েছে । আমাদের কাজকর্মের প্রশংসা করেছেন ৷"
এখনও চূড়ান্ত দিনক্ষণ স্থির না হলেও পৌরভোটের প্রস্তুতি শুরু হয়েছে ৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগামী সপ্তাহে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর ৷ সেখানে কবে নির্বাচন হবে, তা নিয়ে জানতে চাওয়া হবে ।