পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Balason Bridge Damaged : বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির বালাসন সেতু, বন্ধ ভারী যান চলাচল

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে ফের ক্ষতিগ্রস্ত হল জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতু (Balason Bridge)। বিপাকে পড়েছেন পর্যটক থেকে সাধারণ মানুষ ।

Balason Bridge of Siliguri damaged due to heavy rain
Balason Bridge Damaged

By

Published : Jun 16, 2022, 5:40 PM IST

শিলিগুড়ি, 16 জুন : রাতভর টানা বৃষ্টি । যার জেরে ফুলেফেঁপে উঠেছে নদী । টানা বৃষ্টির জেরে ফের একবার ক্ষতিগ্রস্ত হল শিলিগুড়ির 31 জাতীয় সড়কের উপরে গুরুত্বপূর্ণ বালাসন সেতু । এমনকী ক্ষতিগ্রস্ত সেতুর কারণে যান চলাচলের ব্যবস্থার জন্য বিকল্প সেতুও বদীর তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এর ফলে আপাতত বালাসন সেতু দিয়ে বড় ও ভারী যান চলাচল বন্ধ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Balason Bridge damaged due to heavy rain)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে । ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়েছে বালাসন নদীর ৷ স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হল বালাসন সেতু ও তার পাশে তৈরি বিকল্প সেতুও । যার কারণে পুলিশ তড়িঘড়ি ওই সেতু দুটি দিয়ে সমস্তরকম বড় ও ভারী যান চলাচল বন্ধ করে দেয় । একদিকে বালাসন সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ থাকায় এমনিতে দুর্ভোগে মানুষ, তার ওপর বিকল্প রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে গাড়ি চালকেরা ।

গতবছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি মাটিগাড়া এলাকার বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল । সেতু ভেঙে যাওয়ার আশংকায় ওই সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । পরবর্তীতে বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছে । তবে যানজট পরিস্থিতি সামাল দিতে বালাসন সেতুর পাশেই হিউমপাইপ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয় ।

গতকাল এক টানা ভারী বৃষ্টিপাতের ফলে এবার ওই বিকল্প সেতুও ক্ষতিগ্রস্ত হয় । সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । যার ফলে বিপদ এড়াতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয় । এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিকের এডিসিপি পূর্ণিমা শেরপা । তিনি বলেন, "সেতুটি বন্ধ থাকায় যানবাহন চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে । বালাসন নদীর উপর তৈরি বেইলি ব্রিজের উপর দিয়ে আর্মি ট্রাক, পুলিশ গাড়ি, সিআরপিএফ-সহ সমস্ত সেনার ট্রাক, টোটো, মালবাহী ট্রাক, বড় ও ভারী গাড়ি চলাচল করবে না। তারা ঘোষপুকুর হয়ে ঘুরে যাবে । যদি কোনও গাড়ি শহরে প্রবেশ করে তাহলে তা কাওয়াখালি রাস্তা ধরে যাবে । দূরপাল্লার বাসের ক্ষেত্রে নৌকাঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে । সেতুর ওপর কেবল ছোট গাড়ি, স্কুল বাস ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যাতায়াত করবে । আবহাওয়া দফতরের পরবর্তী সূচনা না পাওয়া পর্যন্ত এই বিকল্প সেতুও বন্ধ থাকবে ।"

রাতভর টানা ভারী বৃষ্টির জেরে ফের ক্ষতিগ্রস্ত বালাসন সেতু

আরও পড়ুন :Landslide in Sevoke : টানা বৃষ্টির জেরে সেবকে ধস, পাথর পড়ে উলটে গেল গাড়ি

প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দরে পর্যটকরা নেমে মাটিগাড়া বালাসনের ওই সেতু দিয়ে সহজেই শিলিগুড়ি হয়ে দার্জিলিং, ডুয়ার্স কিংবা উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে পারে । কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বড় পর্যটকদের গাড়িগুলিকে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে প্রায় 10 কিলোমিটার ঘুরপথে শিলিগুড়িতে পৌঁছতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details