শিলিগুড়ি, 15 এপ্রিল: বহুক্ষেত্রেই কোরোনা আতঙ্কে যুক্তি ও বিজ্ঞানের জায়গায় মাথা চাড়া দিচ্ছে কুসংস্কার। বামপন্থীদের একাংশও এর প্রভাবে প্রভাবিত। এটা বামপন্থার জন্য লজ্জা। কোরোনা পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের মানবিক ও কুসংস্কারমুক্ত হতে এভাবেই আহ্বান জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আজ শিলিগুড়ির নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অশোক ভট্টাচার্য। সেখানে তিনি বলেন, "এখন কুসংস্কার কাম্য নয়। আমরা বিরোধী দল হলেও কোরোনা মোকাবিলায় সরকারের জানানো স্বাস্থ্য বিধি মানতে হবে।"
দিন কয়েক আগে শহরের প্রধান নগরের একটি নার্সিংহোমকে কোরোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য প্রশাসন অধিগ্রহণ করতে গেলে চরম বিরোধিতা হয়। সেই নার্সিংহোম অধিগ্রহণের প্রতিবাদে পথে নামতে দেখা গেছিল স্থানীয় বাম কাউন্সিলর স্নিগ্ধা হাজরা ও শিলিগুড়ির ডেপুটি মেয়র রামভজন মাহাতোকে। অন্যদিকে মাটিগাড়ার কাওয়াখালি এলাকায় অন্য একটি নার্সিংহোম কোরোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে অধিগ্রহণের ক্ষেত্রে বিরোধীতা করতে গিয়ে গ্রেপ্তার হন মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারের দাদা। এমত পরিস্থিতিতে বর্ষীয়ান বাম নেতা খোলাখুলি বলেন, "কিছু ক্ষেত্রে ভয়ে, আতঙ্কে যুক্তি হারাচ্ছেন মানুষ। তাঁরা প্রত্যেকেই যে শিক্ষার আলোয় আলোকিত নন, তেমনটা নয়। বহু শিক্ষিত মানুষও অমানবিক আচরণ করছেন। এমনকী বামপন্থীদের একাংশও এসবের প্রভাবে প্রভাবিত হচ্ছেন।" অশোক ভট্টাচার্য আরও বলেন, "আমাদের রাজ্য অগ্রগামী রাজ্য। সতীদাহ প্রথা রদ করার সময়েও বহু শিক্ষিত মানুষ তার বিরোধিতা করেছিলেন। আমরা চাই কুসংস্কার মুক্ত হোক আমাদের মন । আমি অনুভব করছি, কিছু মানুষ মানবিক হতে পারছেন না। সকলে ভাবছেন, আগে নিজে বাঁচি। তার থেকেই কুসংস্কার মাথা চাড়া দিচ্ছে।"