পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘরছাড়াদের ফেরাতে গিয়ে আক্রান্ত সাংসদ জয়ন্ত রায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - siliguri

নির্বাচনের পরে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় । ঘরছাড়াদের নিয়ে পুলিশের উপস্থিতিতে ফেরার পথে মাইনোরিটি মোর্চার কর্মীসহ সাংসদকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় ।

ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর পথে আহত সাংসদ জয়ন্ত রায়
ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর পথে আহত সাংসদ জয়ন্ত রায়

By

Published : Jun 11, 2021, 9:11 PM IST

Updated : Jun 11, 2021, 9:55 PM IST

শিলিগুড়ি, ১১ জুন: ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ফেরাতে গিয়ে সাংসদকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় সাংসদসহ আহত হয়েছেন মোট চারজন । শুক্রবার বিকেলে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে ।

শুক্রবার সকাল থেকে নিজের এলাকার ঘরছাড়াদের পুলিশের উপস্থিতিতে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় । সকালে ক্রান্তিতে ১০টি পরিবারকে বাড়ি ফেরানোর পর বিকেল নাগাদ আমবাড়ি এলাকার ভান্ডারীগজের ৩০টি বিজেপি পরিবারকে বাড়ি ফেরানোর জন্য যান সাংসদ । ফেরার পথে ৫০ থেকে ৬০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ।

ভাঙচুর চালানো হয় সাংসদের গাড়িসহ আরও দু‘টি গাড়িতে । ঘটনায় মাইনোরিটি মোর্চার কর্মী সহ মোট তিনজন গুরুতর জখম হন । আক্রমণকারীদের আটকালে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় সাংসদকেও । এরপর ঘটনাস্থলে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ । পুলিশ পৌঁছালে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আক্রমণকারীরা ।

সাংসদ জয়ন্ত রায় বলেন, " ভান্ডারীগজের ঢোকার মুখে পুলিশ আচমকা আমাদের একা ছেড়ে দেয় । আর আমরা ঢুকতেই আমাদের উপর আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা । পুলিশের ভূমিকা নক্কারজনক । রাজ্যে যে গণতন্ত্র নেই, এই ঘটনা তারই প্রমাণ । পুলিশ জানিয়েছিল, এদিন তাদের উপস্থিতিতেই ঘরছাড়াদের ফেরানো হবে । তারপরেও এই ঘটনা ঘটল ।" ঘটনার পরই সাংসদ জয়ন্ত রায়সহ জখমদের পুলিশ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jun 11, 2021, 9:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details