শিলিগুড়ি, 16মার্চ : পৌর ভোটের মুখে বাড়ি বাড়ি গিয়ে পাট্টা বিলি করছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ এ প্রসঙ্গে মন্ত্রীর সমালোচনা করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য। তার দাবি সবটাই লোকদেখানো কর্মসূচি। বাস্তবে গরিব মানুষকে পাট্টা দিতে আগ্রহী নয় সরকার। দিনকয়েক ধরেই শিলিগুড়িতে বেশ কিছু এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে পাট্টা বিলি করছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
গৌতমের সমালোচনায় সরব অশোক - gautam dev
পৌর ভোটের মুখে বাড়ি বাড়ি গিয়ে পাট্টা বিলি করছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রীর সমালোচনা করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
আজ শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ের পর এ প্রসঙ্গে মন্ত্রীর সমালোচনায় সরব মেয়র অশোক ভট্টাচার্য। তার দাবি সামান্য কিছু পাট্টা বিলি করে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। বাস্তবে রেলের জমিতে বহু মানুষ বসে আছেন। রাজ্য সরকারের বিভিন্ন খাসজমিতে বহু মানুষ বসে আছেন। তাদের পাট্টা দিতে আগ্রহী নয় সরকার।
পৌর ভোটের আগে শেষ বোর্ড মিটিংয়ে এদিন বেশকিছু জনমোহিনী সিদ্ধান্ত নেন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি জানান অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। পৌরনিগম তাদের নিজস্ব তহবিল থেকে এই বর্ধিত বেতন দেবে।