পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ashok Bhattacharya will contest in Siliguri Poll : নেপথ্যে কি বুদ্ধদেবের ফোন, ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক - আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন

আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (Siliguri Municipal Corporation Election 2022) ৷ সেই ভোটে বাম-কংগ্রেস জোট প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে সামনে রেখেই লড়াই করতে চায় ৷ আর ভোটের লড়াইয়ে থাকবেন না জানিয়েও ফের ভোটের ময়দানে শিলিগুড়ির প্রাক্তন মেয়র ৷

ashok bhattacharya will lead leftfront congress alliance in siliguri municipal corporation election 2022
Ashok Bhattacharya will contest in Siliguri Poll : রাজনৈতিক সন্ন্যাস ছেড়ে ফের শিলিগুড়ির ভোটের ময়দানে ফিরলেন অশোক

By

Published : Dec 28, 2021, 3:54 PM IST

Updated : Dec 28, 2021, 4:18 PM IST

শিলিগুড়ি, 28 ডিসেম্বর : সব জল্পনার অবসান ঘটিয়ে ফের শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে (Siliguri Municipal Corporation Election 2022) প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অশোক ভট্টাচার্য । মঙ্গলবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেই তালিকায় নাম রয়েছে অশোক ভট্টাচার্যের ৷ আরও একবার তিনি শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়াই করতে নামছেন (Ashok Bhattacharya will contest in Siliguri Poll) ৷

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক-সহ অন্যান্যরা । সেখানে জানানো হয়, শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনে অশোক ভট্টাচার্যকে মুখ করে ফের একবার পৌরনিগম দখল করার টার্গেট নিয়েছে বাম এবং কংগ্রেস (ashok bhattacharya will lead leftfront congress alliance in siliguri municipal corporation election 2022) ।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে এককালের ছায়াসঙ্গী বিজেপির শঙ্কর ঘোষের কাছে পরাজিত হওয়ার পর সমস্ত রকম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন অশোক ভট্টাচার্য । কিন্তু পৌরনিগম নির্বাচনে জোটের মুখ হিসেবে কোনও নেতা না থাকায় ফের একবার অশোক ভট্টাচার্যের উপরে আস্থা রাখতে হয় ওই দুই শিবিরকে । এরই মধ্যে দু‘দিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ফোন করেন অশোকবাবুকে ৷ জানা গিয়েছে, ফোনে তাঁর পুরনো সতীর্থকে ফের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন বুদ্ধবাবু ৷ তারপরই অবস্থান বদল করেন তিনি ৷

নেপথ্যে কি বুদ্ধদেবের ফোন, ফের শিলিগুড়ি পৌরভোটে লড়ছেন অশোক

এর পাশাপাশি অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে লড়তে চায় বলে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ছিল কংগ্রেস শিবির । তাই অশোক ভট্টাচার্যকে ফের একবার পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী করল বামফ্রন্ট ।

প্রার্থী ঘোষণার পর অশোক ভট্টাচার্য বলেন, "ব্যক্তি সিদ্ধান্ত থেকে দলের সিদ্ধান্ত অনেক উপরে । দলের জন্য চিন্তা করতে গেলে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় । জোট সঙ্গী এবং শরিক দল চেয়েছে আমায় প্রার্থী করতে । সেজন্য আমি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি ।"

আরও পড়ুন :SMC Election 2022 : অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, একদিকে যেরকম রাজ্যের শাসকদল প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে মুখ করে লড়াইয়ের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে বিজেপিও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে সামনে রেখেই শিলিগুড়ি পৌরনিগম দখলে টার্গেট নিয়েছে । এই অবস্থায় ওই দুই প্রার্থীর বিরুদ্ধে হেভিওয়েট কোনও প্রার্থী না দিলে পৌরনিগম দখল হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করছে বাম এবং কংগ্রেস শিবির । সেই কারণেই ফের একবার অশোক ভট্টাচার্যকেই প্রার্থীর হওয়ার জন্য রাজি করানো হয়েছে ।

Last Updated : Dec 28, 2021, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details