শিলিগুড়ি, 30 মে : শিলিগুড়িতে CPI(M)-এর হারানো কার্যালয় পুনরুদ্ধারে কার্যত সংঘাতের মুখে বাম ও তৃণমূল কংগ্রেস শিবির । কার্যালয়ের দখল পেতে আজ এলাকায় জমায়েতের ডাক দিয়েছেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । রণংদেহী তৃণমূল কংগ্রেসও । ফলে জমায়েতে কী হতে চলেছে সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির গেটবাজার এলাকা ।
গতকাল দলের হারানো কার্যালয় ফিরে পেতে শিলিগুড়ির গেটবাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় মিছিল করে CPI(M) নেতা-কর্মীরা । সেখানে তৃণমূলের দখলে থাকা একটি কার্যালয়ের সামনে দলের পতাকা লাগিয়ে দেন CPI(M) কাউন্সিলর গোলাপ রায় ও তাঁর অনুগামীরা । কিন্তু রাতেই এলাকায় গিয়ে CPI(M)-এর পতাকা খুলে দেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব । তারপরই বামেদের মহিলা কাউন্সিলর গোলাপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল । তাঁর বাড়িতে লুটপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন অশোকবাবু । সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিষয়টি নিয়ে FIR করবেন তিনি । পাশাপাশি ওই কার্যালয়ের নথিপত্র দেখিয়ে বলেন, "ওই কার্যালয়ের ইলেকট্রিক বিল থেকে সমস্ত নথিই CPI(M)-এর নামে । গায়ের জোরে তৃণমূলই তা দখল করে রেখেছে ।" আজ বিকেলে এলাকায় এই ঘটনায় জমায়েত করে মিছিল হবে বলেও জানান অশোকবাবু ।