শিলিগুড়ি, 3 মে : 24 ঘন্টা কাটতে না কাটতে ফের 6 জন জমি মাফিয়াকে গ্রেফতার করল পুলিশ (Six Land Mafias Arrested by Siliguri police)। মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ও দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই 6 জনকে গ্রেফতার করে ।
এদিকে সরকারি জমি তছরুপের অভিযোগ উঠেছে দার্জিলিং জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারের বিরুদ্ধে । আর জীবেশ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই উত্তাল রাজ্য রাজনীতি । অন্যদিকে আবার সরকারি জমিকাণ্ডে মূল অভিযুক্তদের আড়াল করে নির্দোষদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপ্যাধ্যায় ।
প্রসঙ্গত, গত দুদিনে অভিযান চালিয়ে মোট 43 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে মহানন্দা নদীর চর দখলের অভিযোগ ওঠে । ওই চর দখলের অভিযোগ উঠেছে জীবেশ সরকারের বিরুদ্ধেও । ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গোবিন্দ দাস ও অনিল ঘোষ নামে দু'জন ব্যক্তিকে গ্রেফতার করে । দু'জনেই জ্যোতির্ময় কলোনির বাসিন্দা । অন্যদিকে, গজলডোবা ভোরের আলো পর্যটন কেন্দ্রের কাছে আরেকটি সরকারি জমি দখলের অভিযোগে গোলাপ রায় নামে আরেকজনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ।
ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন । এদিকে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাতারিয়া নদী দখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতরা হল গৌড়সিংজ্যোতের বাসিন্দা ধর্মেন্দ্র গিরি, জিতেন্দ্র গিরি এবং নকশালবাড়ির বাসিন্দা খোকন ঘোষ । তাদের বিরুদ্ধে বাতারিয়া নদীর চড় ও নদীর উপর পিলার দিয়ে 60 টিরও বেশি অবৈধ ঘর ও দোকান নির্মাণ করে, তা বিক্রি ও ভাড়া দেওয়ার অভিযোগে উঠেছে ৷ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Siliguri Land Mafia)।
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অচিন্ত্য গুপ্ত বলেন, "তিনজনকে বাতারিয়া নদীর উপর অবৈধ নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।" এদিকে, জমি কারবারে জীবেশ সরকারের নাম জড়ানোয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়ে স্মারকলিপি দিয়ে পালটা অভিযোগ জানায় দার্জিলিং জেলা সিপিএম । উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, জেলা কমিটির সদস্য শরদিন্দু চক্রবর্তী, নুরুল ইসলাম, দিলীপ সিং সহ অন্যান্যরা । সমন পাঠক অভিযোগ করে বলেন, "শুধুমাত্র জীবেশ সরকার এবং দলকে বদনাম করতে এসব মিথ্যে অভিযোগ করা হয়েছে । যাঁরা এই মিথ্যে অভিযোগ করেছে আমরা পুলিশকে আবেদন করেছি তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় ।"
24 ঘন্টায় শিলিগুড়িতে ফের 6 জন জমি মাফিয়া গ্রেফতার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী বলেন, "শুধুমাত্র রাজনীতির জন্য কাউকে মিথ্যে অভিযোগে ফাঁসানো এটা আমাদের দলের সংস্কৃতি নয় । যাঁরা এই কাজ করেছে তাঁরা আমাদের দলের কেউ নয় । যদি কেউ হয়ে থাকে আমরা তার তদন্ত করব এবং পুলিশকে আবেদন করব তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ করে। " বিধায়ক শিখা চট্টোপ্যাধ্যায় বলেন, "জমি কারবারে মূল অভিযুক্তদের না গ্রেফতার করে পুলিশ আসল সত্যকে ধামাচাপা দিতে নির্দোষদের গ্রেফতার করে চলেছে । আমরা চাই আসল জমির মাফিয়ারা গ্রেফতার হোক ।"
আরও পড়ুন :Land Mafias Arrested : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর শিলিগুড়ি পুলিশ, গ্রেফতার ৪০ জমি মাফিয়া