পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় ফের 7 জনের মৃত্যু শিলিগুড়িতে - শিলিগুড়িতে কোরোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

কোরোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে কোরোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে ৷ গত চব্বিশ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে ৷

corona
কোরোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে

By

Published : Aug 4, 2020, 5:39 AM IST

শিলিগুড়ি, 4 অগাস্ট: কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু অব্যাহত শিলিগুড়িতে। শিলিগুড়িতে কোরোনায় সংক্রমিত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। প্রত্যেকেই শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিলেন। দার্জিলিং জেলায় 72 জন আক্রান্ত রয়েছেন। শিলিগুড়িতে মৃত সাতজনের মধ্যে ছয় জনই শিলিগুড়ি এবং মহকুমা এলাকার বাসিন্দা। আরও এক জন পাশের উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাওয়াখালি COVID হাসপাতালে মৃত্যু হয়েছে শিলিগুড়ির প্রধাননগরের গুরুং বস্তির এক ব্যক্তির এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক বৃদ্ধের। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রিকুতে মৃত্যু হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের এক যুবতির এবং শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙির এক বৃদ্ধের। অন্যদিকে, বাকি তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে প্রধাননগরের দুটি পৃথক নার্সিংহোমে। আরও এক জন শিলিগুড়ির এক ব্যবসায়ী। তিনিও মারা গিয়েছেন মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। প্রধাননগরের নার্সিংহোম দুটিতে মারা গিয়েছেন 43 নম্বর ওয়ার্ডের ভানুনগরের এক ব্যক্তি এবং ভক্তিনগরের এক আবাসনের বাসিন্দা।

দার্জিলিং জেলায় মোট সংক্রমিতদের মধ্যে 30 জন শিলিগুড়ি পৌরনিগমের বাসিন্দা, 40 জন নকশালবাড়ি ব্লক, 5 জন মাটিগাড়া ব্লক, 1জন খড়িবাড়ি ব্লক, 5 জন কার্সিয়ং মহকুমার, দুজন দার্জিলিং পৌরসভার বাসিন্দা। নকশালবাড়ি ব্লকের মোট সংক্রমিতের মধ্যে 39 জনই সেনা হাসপাতালের জওয়ান। শিলিগুড়ি পৌরনিগমের 9, 35 ও 37 নম্বরে তিন জন করে, 15, 17, 26, 27, নম্বরে দুজন করে, 1, 2, 5, 7, 12, 19, 24, 28, 33, 34, 38, 39, 43 নম্বরে একজন করে আক্রান্ত রয়েছেন। দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য জানান, "আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তবে অ্যান্টিজেন টেস্ট চালু হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত চিকিৎসা দেওয়ার।" অন্যদিকে কোরোনামুক্ত হয়ে গত 24 ঘণ্টায় বাড়ি ফিরেছেন 42 জন।

ABOUT THE AUTHOR

...view details