পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজ থেকে শিলিগুড়ি পৌরনিগমের 9টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন

আজ থেকে শিলিগুড়ি পৌরনিগম এলাকার মোট ৯টি ওয়ার্ডে লকডাউন চালু হচ্ছে ।

complete lockdown
কমপ্লিট লকডাউনের ঘোষণা

By

Published : Jul 9, 2020, 1:18 AM IST

শিলিগুড়ি, 9 জুলাই : দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে শিলিগুড়ি পৌরনিগম এলাকার মোট 9টি ওয়ার্ডে লকডাউন চালু হচ্ছে আজ থেকে। শহরের 2, 4, 5, 28, 37, 38, 39, 43, 46 নম্বর ওয়ার্ডে আজ বিকেল 5টার পর থেকে সম্পূর্ণ লকডাউন হচ্ছে। জরুরি কাজ ছাড়া এই ওয়ার্ডগুলির বাসিন্দারা আজ বিকেলের পর বাইরে বের হতে পারবেন না।

বুধবার সন্ধ্যায় টাস্কফোর্সের বৈঠকের পর প্রশাসনের কর্তারা স্পষ্ট জানিয়েছেন, এই নয়টি ওয়ার্ডের যেসব বাসিন্দা রয়েছেন তাঁরা অযথা বের হতে পারবেন না। জরুরি প্রয়োজন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা ছাড়া কেউ ওয়ার্ডের বাইরে বের হতে পারবেন না। প্রয়োজনে আরও কিছূ ওয়ার্ড এই লকডাউন প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। বন্ধ করা হতে পারে শিলিগুড়ির একাধিক বড় মার্কেট। নয়টি ওয়ার্ডেই বন্ধ রাখা হবে বাজার। মোতায়েন থাকবে পুলিশ । কড়া হাতে বাসিন্দাদের লকডাউন মানতে বাধ্য করা হবে।

দার্জিলিঙের জেলাশাসক এস পুণ্যম বালম বলেন, " পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর হাতে লকডাউন পালন করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details