শিলিগুড়ি, 7 জুলাই: জিটিএ (Gorkhaland Territorial Administration) চেয়ারম্য়ানের পদে আগামী 12 জুলাই শপথ নেবেন অনিত থাপা (Anit Thapa) ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপস্থিতি একপ্রকার নিশ্চিত ৷ বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (Bharatiya Gorkha Prajatantrik Morcha) সভাপতি ৷
এ দিন বিমানে কলকাতা থেকে দার্জিলিং ফেরেন অনিত ৷ বাগডোগরা বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতেই কলকাতা গিয়েছিলেন তিনি ৷ GTA-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়ে এসেছেন ৷ অমিত জানিয়েছেন, আগামী 11 জুলাই দার্জিলিং আসবেন মমতা ৷ পরদিনই সেরে ফেলা হবে শপথগ্রহণের প্রক্রিয়া ৷
আরও পড়ুন:Anit Thapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কলকাতায় অনিত থাপা
প্রসঙ্গত, বুধবার রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অনিত ৷ পাহাড়ের ভোটে বিপুল সাফল্যের জন্য অনিতকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ সূত্রের দাবি, জিটিএ-র নয়া বোর্ড সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকবে বলেই মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত ৷ একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মমতাও ৷
সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান অনিত থাপা ৷ এ দিন বাগডোগরায় ফেরার পর অনিত বলেন, জিটিএ-র চেয়ারম্যান হওয়ার পর সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান তিনি ৷ প্রসঙ্গত, জিটিএ-তে মোট আসন রয়েছে 45টি ৷ এর মধ্যে 27টিতে জয়ী হয়েছে অনিত থাপার দল ৷ পরে জয়ী তিন নির্দল প্রার্থীও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করেন ৷ এছাড়াও, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে চারটি আসন ৷ তারা যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গেই থাকবে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷