শিলিগুড়ি, 17 সেপ্টেম্বর : আজ বিশ্বকর্মার পাশাপাশি হাতি পুজো হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে । আশ্চর্য হলেও এটাই সত্যি । আজকের দিনে বিশ্বকর্মার বাহন হিসেবে পার্কের দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলাকে ঠাকুর হিসেবে মেনে পুজো করে পার্ক কর্তৃপক্ষ । যদিও এই পুজোর মধ্যে দিয়ে হাতি সংরক্ষণের বিশেষ বার্তা দিতে চান পার্কের বন আধিকারিকরা । বিশেষ এই দিনে লক্ষ্মী আর উর্মিলাকে সকাল সকাল স্নান করিয়ে সুন্দর করে সাজানো হয় । পড়ানো হয় নতুন কাপড় । পুজোর পর তাদের মেনুতে থাকে এলাহি খাবার ।
বলতে গেলে বিশেষভাবে আজকের দিনটা কাটে লক্ষ্মী আর উর্মিলা নামে দুই বোনের । এই দিনটিতে পার্কের আধিকারিক ও বনকর্মীরা সকলেই পুজোতে সামিল হন । অন্যান্য দিন পর্যটকদের নিজেদের পিঠে তুলে সাফারি করালেও আজকের দিনটিতে সেই কাজ থেকে ছুটি দেওয়া হয় লক্ষ্মী ও উর্মিলাকে ।
করোনার জেরে প্রায় কয়েক মাস ধরে বন্ধ থাকার পর খুলেছে বেঙ্গল সাফারি পার্ক । বন্ধ থাকার ওই সময় একাকি দিন কেটেছে লক্ষ্মী ও উর্মিলার । আজ পার্ক খোলার আগে সকাল সকাল দু‘জনকে স্নান করিয়ে, সারা শরীরে আলপনা এঁকে দেন দুই মাহুত স্বপন নার্জিনারি ও কমল বর্মন । এরপর দুই কুনকি হাতির পুজো করেন তাঁরা । মোমবাতি, ধূপকাঠি সহযোগে পুজো করে তাদের কর্ম ও কর্তব্যের জন্য দুই হাতিকে সম্মান জানানো হয় ।