শিলিগুড়ি, 12 ফেব্রুয়ারি :ভোটারদের প্রভাবিত করায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল শিলিগুড়ি পৌরনিগমের 33 নং ওয়ার্ডের নির্দল প্রার্থী বিজন সরকারের বিরুদ্ধে (Siliguri Municipal Corporation Election 2022) ৷ এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে রয়েছেন গৌতম দেব ৷ তাঁর সঙ্গে টক্কর দিতেই বিরিয়ানি ও টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন নির্দল প্রার্থী, বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
নির্বাচনের আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে 33 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিজন সরকারের বিরুদ্ধে ভোটারদের টাকা ও বিরিয়ানি দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ এদিন দুপুর নাগাদ স্থানীয় 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা বিজন সরকারের বাড়ি থেকে বিরিয়ানির প্যাকেট ও কালো খাম নিয়ে 50 থেকে 60 জনকে বেরোতে দেখেন । এরপর তাদের জিজ্ঞাসা করতেই জানা যায়, বিজন সরকার তাঁদের বিরিয়ানি ও টাকা দিয়েছেন ।
এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশ ও নির্বাচন কমিশনে ৷ খবর পেয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ওসি ইলেকশন তুহিন মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ পুলিশের দল অভিযান চালায় বিজন সরকারের বাড়িতে ৷ যদিও সেই সময় বিজন সরকার সেখানে ছিলেন না বলে জানা গিয়েছে ।