পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Agnipath Recruitment Scheme অগ্নিপথের আওতায় নভেম্বরেই উত্তরবঙ্গে শুরু নিয়োগ প্রক্রিয়া - সেনায় নিয়োগ

আগামী 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলার জন্য অগ্নিপথ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) আওতায় সেনায় নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ৷ শিলিগুড়ি (Siliguri) লাগোয়া বৈকণ্ঠপুরে সেনায় যোগদানের প্রাথমিক ধাপ পেরোতে হবে আবেদনকারীদের ৷

Agnipath Recruitment Scheme will start in North Bengal from next November
Agnipath Recruitment Scheme অগ্নিপথের আওতায় নভেম্বরেই উত্তরবঙ্গে শুরু নিয়োগ প্রক্রিয়া

By

Published : Aug 27, 2022, 6:47 PM IST

জলপাইগুড়ি, 27 অগস্ট: এবার পশ্চিমবঙ্গেও অগ্নিপথ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) আওতায় সেনাবাহিনীর নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷ আগামী 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সেরে ফেলা হবে ৷

সেনা সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত ওই সময়সীমার মধ্যেই উত্তরবঙ্গের আট জেলায় (কালিম্পং, দাজিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীদের খুঁজে নেওয়া হবে ৷ শিলিগুড়ি (Siliguri) লাগোয়া বৈকণ্ঠপুরে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কাজগুলি সারা হবে ৷ সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত ৷

আরও পড়ুন:অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আবেদনকারীকে প্রথমেই অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে ৷ এর জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে ৷ সেটি হল, www.joinindianarmy.nic.in ৷ গুগলের হোম পেজে গিয়ে এই অ্য়াড্রেসটি টাইপ করে সার্চ করলেই নতুন একটি পেজ খুলে যাবে ৷ সেখানে 'অ্য়াপ্লাই অনলাইন' (Apply Online) বলে একটি অপশন পাওয়া যাবে ৷ তাতে ক্লিক করলেই খুলে যাবে একটু ভার্চুয়াল ফর্ম ৷ সেটি পূরণ করে আবেদনকারীকে নিজের নাম অগ্নিপথ প্রকল্পের জন্য নথিভুক্ত করতে হবে ৷

সেনার তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের জন্য তাদের ওয়েবাসাইটে এই অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ৷ এই আবেদন গ্রাহ্য হলে সংশ্লিষ্ট নিয়োগপ্রার্থীর কাছে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার 15 দিন আগেই ই-মেল মারফত পৌঁছে যাবে অ্য়াডমিট কার্ড ৷ আগামী 3 সেপ্টেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে ৷

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের আওতায় দেশজুড়ে সেনার তিনটি বিভাগে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এক্ষেত্রে চুক্তির ভিত্তিতে মোটামুটি বছর চারেকের জন্য নিয়োগ করা হবে ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ প্রকল্পের বিরোধিতায় দেশের নানা অংশে বিক্ষোভও দেখিয়েছেন যুবরা ৷ কিন্তু, তারপরও ঘোষিত অবস্থান থেকে সরেনি কেন্দ্রীয় সরকার ৷ ইতিমধ্য়েই দেশের অন্য়ান্য অংশে অগ্নিপথের আওতায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এবার পশ্চিমবঙ্গও সেই কর্মসূচিতে জুড়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details