শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর : ফের জ্বর ও শ্বাসকষ্টের ফলে এক শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে ওই হাসপাতালেই 14 জন শিশুর মৃত্যু হয়েছে । আতঙ্ক ক্রমশ গাঢ় হচ্ছে অভিভাবকদের মধ্যে । উত্তরবঙ্গজুড়ে উদ্বেগ বেড়ে চলায় বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে দেখা করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ । হাসপাতালে শিশুবিভাগের শয্যাও প্রায় ভর্তি । সেকারণে এবার পিডিয়াট্রিক কোভিড ওয়ার্ডের শয্যা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার মহম্মদ মিরাজ নামে আট মাসের এক শিশুর । যদিও গত চব্বিশ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে । তবে তারা অন্যান্য রোগে আক্রান্ত ছিল । জানা গিয়েছে, ওই শিশুটিকে বুধবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল । গত চব্বিশ ঘণ্টায় 27 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে । তার মধ্যে দশটি শিশুর জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে । দশটি শিশুর মধ্যে তিনজন শিশুকে জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং বিধাননগর থেকে রেফার করা হয়েছে ।