পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাশকতার ছক বানচাল, অস্ত্রসহ ধৃত দুষ্কৃতী - 1 arrested in Dhupguri

পিস্তল এবং কার্তুজ উদ্ধার ধুপগুড়িতে ৷ বানারহাট থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ৷ ধুপগুড়ি ব্লকের নাথুয়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

in-dhupguri-1-arrested
অস্ত্রসহ ধৃত দুষ্কৃতী

By

Published : Dec 24, 2019, 1:22 PM IST

Updated : Dec 24, 2019, 1:38 PM IST

ধুপগুড়ি, 24 ডিসেম্বর : বড়দিন ও বর্ষবরণের আগেই নাশকতার ছক বানচাল করল বানারহাট থানার পুলিশ ৷ ধুপগুড়ি ব্লকের নাথুয়া এলাকার ঘটনা ৷ মধ্য়রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাথুয়া-গয়েরকাটা রোড এলাকায় পুলিশ অভিযান চালায় ৷ ওই এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷

ধৃতের নাম ধরম লোহার, বয়স 48 ৷ নাথুয়া এলাকার বাসিন্দা ৷ তার কাছ থেকে একটি 9 mm অত্যাধুনিক পিস্তল এবং এক রাউণ্ড তাজা কার্তুজ উদ্ধার হয় ৷ পিস্তল নিয়ে গয়েরকাটা মেচিয়াব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবক ঘুরছিল ৷ তখনই সন্দেহ হয় পুলিশের ৷

পুলিশের প্রাথমিক অনুমান, কোনও নাশকতামূলক কাজের জন্য ছক কষছিল ওই যুবক ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শুরু করেছে ৷ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

Last Updated : Dec 24, 2019, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details