পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের 8টি রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, উদ্বোধনে বিজেপি সাংসদ - BJP MP

উত্তরের যাত্রী পরিষেবা উন্নত করতে পরীক্ষামূলকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের। মঙ্গলবার নকশালবাড়ি স্টেশনে উদ্বোধন করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।

যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের 8টি রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, উদ্বোধনে বিজেপি সাংসদ
যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের 8টি রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, উদ্বোধনে বিজেপি সাংসদ

By

Published : Feb 16, 2021, 8:53 PM IST

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : উত্তরের যাত্রী পরিষেবা উন্নত করতে পরীক্ষামূলকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ছয় মাসের জন্য উত্তরবঙ্গের আটটি স্টেশনে নতুন করে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেলওয়ে। নতুন করে ওই পরীক্ষামূলকভাবে স্টপেজের জন্য ছাত্রছাত্রী, ব্যবসায়ী, অফিস কর্মী ছাড়াও সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে।

বালুরঘাট-শিলিগুড়ি জংশন স্পেশাল এক্সপ্রেস নকশালবাড়ি স্টেশনে, কলকাতা-বালুরঘাট স্পেশাল এক্সপ্রেস রামপুরবাজার স্টেশনে, হাওড়া-গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেস ফালাকাটা স্টেশনে, শিয়ালদাহ-আলিপুরদুয়ার জংশন বানারহাট স্টেশনে, চেন্নাই-নিউ জলপাইগুড়ি স্পেশাল এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড স্টেশনে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল এক্সপ্রেস ট্রেন ডালখোলা স্টেশনে, শিয়ালদাহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল এক্সপ্রেস সামসি স্টেশনে, কামাক্ষা-দিল্লি স্পেশাল সামসি স্টেশনে স্টপেজ দেবে।

আরও পড়ুন :মহিলা পুলিশকে প্রেম নিবেদন করতে গিয়ে গ্রেপ্তার স্ট্রিট রোমিয়ো

মঙ্গলবার নকশালবাড়ি স্টেশনে উদ্বোধন করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি নতুন একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন তিনি। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম মনোজ ভার্মা। রাজু বিস্তা বলেন, "যাত্রী পরিষেবা উন্নয়নের স্বার্থে আমি রেলমন্ত্রীর কাছে উত্তরর বেশ কিছু স্টপেজের আবেদন করেছিলাম। রেলমন্ত্রীকে ধন্যবাদ তিনি আমার আবেদন রেখেছেন।"

ABOUT THE AUTHOR

...view details