পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

north bengal medical college : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 57 জন পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণকে চিকিৎসক হিসেবে নিয়োগ - COVID 19

করোনা পরিস্থিতিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে এবার মেডিক্যাল কলেজগুলি থেকে পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণদের কাজে নিযুক্ত করার নির্দেশ স্বাস্থ্য দফতরের ৷ সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ 57 জন পোস্ট গ্র্যাজুয়েটকে চিকিৎসক হিসেবে নিযুক্ত করার প্রক্রিয়া শুরু করল কর্তৃপক্ষ ৷

57 post graduate Students Recruited as doctors in North Bengal Medical College and Hospital
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 57 জন পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণকে চিকিৎসক হিসেবে নিয়োগ

By

Published : Aug 5, 2021, 7:13 PM IST

শিলিগুড়ি, 5 অগস্ট : রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলি থেকে বহু পড়ুয়া পোস্ট গ্র্যাজুয়েটে উত্তীর্ণ হয়েছেন ৷ এবার তাঁদের একই স্টাইপেন্ডে সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে নিযুক্ত করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ তার আগে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই মতো শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও 57 জন পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণকে চিকিৎসক হিসাবে নিযুক্ত করতে নির্দেশিকা পৌঁছেছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৷

মূলত, করোনা পরিস্থিতিতে চিকিৎসকের ঘাটতি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হলেও চিকিৎসকের অভাব রয়েছে ৷ এই করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের সেই অভাব আরও বেশি করে নজরে পড়ছে ৷ তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় একজন চিকিৎসককে হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করেও বিভিন্ন সেফ হোমে রোগীদের দেখতে যেতে হচ্ছিল ৷ ফলে তাঁদের উপর অস্বাভাবিক চাপ তৈরি হয়ে যাচ্ছিল ৷ এবার সেই চাপ কমাতে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে এতদিন যাঁরা কাজ করেছেন, তাঁদের দিয়েই করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে চাইছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : রাজ্যের 5টি মেডিক্যাল কলেজের 13টি বিভাগে নিয়োগ একই চিকিৎসক, বিতর্ক

এ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্পেশাল ডিউটি অফিসার চিকিৎসক সুশান্ত রায় জানান, পরিকাঠামোগত উন্নয়ন হলেও, অধিকাংশ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে ৷ সেই চিকিৎসকদের ঘাটতি মেটাতে সরকার দ্রুত প্রক্রিয়া শুরু করছে ৷ তবে, এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলির কাছে নয়া নির্দেশিকা এসেছে বলে জানান তিনি ৷ যেখানে বলা হয়েছে, মেডিক্যাল কলেজগুলি থেকে উত্তীর্ণ পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়াদের দিয়ে হাসপাতালের কাজ চালিয়ে যেতে হবে ৷ সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 57 জন পোস্ট গ্র্যাজুয়েট উত্তীর্ণ পড়ুয়াদের চিকিৎসক হিসেবে আগের স্টাইপেন্ডে নিয়োগ করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details