শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর: নবান্ন অভিযানে দলীয় কর্মীদের মারধরের ঘটনায় শুক্রবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (5 Members Committee Formed to Investigate BJP Nabanna Abhijan)। ইতিমধ্যে ওই কমিটি গঠন করে তদন্তের দায়ভার দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । কমিটিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ও আইনজীবীরা । শনিবার এই তদন্ত কমিটির কলকাতায় যাওয়ার কথা রয়েছে (BJP)।
শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে পুলিশ ও রাজ্যের শাসকদল আমাদের নবান্ন অভিযানকে নির্মূল করার চেষ্টা করেছে তার তদন্ত হবে । ইতিমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব । যে কমিটিতে প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী ও কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন । তাঁরা আন্দোলনে আহতদের সঙ্গেও দেখা করবেন ।"