পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন নাড্ডা'র - investigate BJP Nabanna abhijan

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে জেলায় জেলায় একাধিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল (BJP Nabanna Abhijan)৷ আহত হন বহু বিজেপি কর্মী ৷ এই ঘটনার তদন্তে রাজ্যে আসছে পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি ৷

ETV Bharat
বিজেপির নবান্ন অভিযান

By

Published : Sep 16, 2022, 4:35 PM IST

শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর: নবান্ন অভিযানে দলীয় কর্মীদের মারধরের ঘটনায় শুক্রবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (5 Members Committee Formed to Investigate BJP Nabanna Abhijan)। ইতিমধ্যে ওই কমিটি গঠন করে তদন্তের দায়ভার দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । কমিটিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ও আইনজীবীরা । শনিবার এই তদন্ত কমিটির কলকাতায় যাওয়ার কথা রয়েছে (BJP)।

শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে পুলিশ ও রাজ্যের শাসকদল আমাদের নবান্ন অভিযানকে নির্মূল করার চেষ্টা করেছে তার তদন্ত হবে । ইতিমধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব । যে কমিটিতে প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী ও কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন । তাঁরা আন্দোলনে আহতদের সঙ্গেও দেখা করবেন ।"

বিজেপির নবান্ন অভিযানের তদন্ত নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া

আরও পড়ুন :নবান্ন অভিযানের আঁচে শহরে পুড়ে খাক পুলিশের গাড়ি

তিনি আরও বলেন, "অভিযানে পুলিশের ভূমিকা থেকে শুরু করে সব বিষয় খতিয়ে দেখা হবে । যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে হত্যা করা হয়েছে তা দেখে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অত্যন্ত উদ্বিগ্ন । যেভাবে বিভিন্ন স্টেশনে আমাদের কর্মী-সমর্থকদের আটকানো হয়, এই পরিবেশ কীভাবে তৈরি হল সেটাই খতিয়ে দেখবে ওই দল । পাশাপাশি আমরাও নবান্ন অভিযানের একটা সামগ্রিক রিপোর্ট তুলে দেব তাঁদের হাতে ।"

ABOUT THE AUTHOR

...view details