শিলিগুড়ি, ১৯ জুলাই : আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল SSB । তিনজনই অসমের জঙ্গিগোষ্ঠী ULFA-র সঙ্গে জড়িত বলে জানা গেছে ৷ আজ বাগডোগরার থানা এলাকার বিহার মোড়ের কাছ থেকে তাদের আটক করা হয় ৷
SSB-র জালে 3 সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র
আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে ৷ গোপনে এই খবর পেয়ে আজ সন্ধ্যায় SSB-র জওয়ানরা ক্রেতা সেজে ফাঁদ পেতে গ্রেপ্তার করল তিন সন্দেহভাজন জঙ্গিকে ৷ তিনজনই অসমের জঙ্গিগোষ্ঠী ULFA-র সঙ্গে জড়িত বলে জানা গেছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ।
ফাইল ফোটো
আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে ৷ গোপনে এই খবর পেয়ে আজ সন্ধ্যায় SSB-র জওয়ানরা ক্রেতা সেজে বাগডোগরা থানা এলাকায় হাজির হন ৷ বিহার মোড়ের কাছে একটি হোটেলের সামনে এসে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ৷ এরপর একটি ফ্লাইওভারের নিচ থেকে তাদের হাতেনাতে ধরে SSB-র জওয়ানরা । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ।
আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় পৌঁছানো হত তা এখনও জানা যায়নি । শুরু হয়েছে তদন্ত । তারা নাশকতার ছক কষেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।