শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর : ডেঙ্গি ক্রমশ শিলিগুড়ি শহরে ভয়ঙ্কর আকার নিচ্ছে (Dengue Situation In Siliguri) । 24 ঘণ্টায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 22 জন । সব মিলিয়ে এখন পর্যন্ত শিলিগুড়ি পৌর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 257 জন । স্বভাবতই ডেঙ্গি নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়িতে ।
আর এদিকে ডেঙ্গি পরিস্থিতি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা । শনিবার শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা অমিত জৈন । অভিযোগ, শিলিগুড়ি পৌরনিগমের উদাসীনতা ও নজরদারির অভাবেই শহরে ডেঙ্গির বাড়বাড়ন্ত । অন্যদিকে, যেসব স্পর্শকাতর এলাকায় ডেঙ্গির প্রকোপ বেড়েছে, তা শুধুমাত্র স্থানীয় কাউন্সিলরের দূরদর্শিতা ও অসক্রিয়তা দায়ী বলে পালটা অভিযোগ পৌর বোর্ডের সদস্যদের ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, সতর্কতা, সাফাই অভিযান, বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছে শিলিগুড়ি পৌরনিগম । প্রত্যেক ওয়ার্ডে তৈরি করা হয়েছে ভেক্টর কন্ট্রোল টিম । নতুন করে একশো ফগিং ও স্প্রেয়িং মেশিন দিয়ে মশার লার্ভা নিধনের কাজ শুরু হলেও কোনোভাবে ডেঙ্গি পরিস্থিতিতে রাশ টানা সম্ভব হচ্ছে না ।
ওই সূত্র আরও জানাচ্ছে যে শিলিগুড়িতে 24 ঘণ্টায় 22 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ আর 48 ঘণ্টায় প্রায় 50 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে 32 জন শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ (North Bengal) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । পৌরনিগমের চারটি ওয়ার্ড স্পর্শকাতর । তার মধ্যে বিরোধী দলনেতা অমিত জৈনের 4 নম্বর ওয়ার্ড-সহ 5, 14, 42 নম্বর ওয়ার্ড স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর ।
24 ঘণ্টায় শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল 22, শুরু রাজনৈতিক তরজা এদিন শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরনিগম পুরোপুরি ব্যর্থ । পৌরনিগমের অকর্মণ্যতার কারণে ডেঙ্গি মহামারির আকার নিয়েছে । আমরা চাই যাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হবেন, তাঁদের স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় আনতে হবে, আর তা না হলে তাঁদের চিকিৎসার দায়িত্ব পৌরনিগমকে নিতে হবে ।"
পালটা ওই বিষয়ে সরব হন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত । তিনি বলেন, "বিরোধী দলনেতার নিজের ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি ৷ ওই ওয়ার্ডগুলিতে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির মূল কারণই হল ওই ওয়ার্ডের দূরদর্শিতার অভাব । স্থানীয় কাউন্সিলরদের মনিটরিংয়ের অভাব ও অসহযোগিতার জন্যই ডেঙ্গির প্রকোপ বেড়েছে ।"
আরও পড়ুন :শিলিগুড়িতে 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জন, চিন্তিত স্বাস্থ্য দফতর