শিলিগুড়ি, 21 জুন : ক্রমাগত বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । শিলিগুড়িতে ফের আক্রান্ত 22 জন । তাঁদের মধ্যে রয়েছেন তিন পৌরকর্মী ।
শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 22 - শিলিগুড়ি কোরোনা
শিলিগুড়িতে নতুন করে কোরনায় আক্রান্ত 22 জন । তবে , মেয়র অশোক ভট্টাচর্যের শারীরিক অবস্থা স্থিতিশীল ।
পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংডি ভুটিয়া জানান, “আপ্তসহায়ক সহ মোট তিনজন কোরোনা আক্রান্ত । এছাড়াও কোরনায় আক্রান্ত হয়েছেন আরও দু'জন । এর মধ্যে একজন হেডক্লার্ক এবং অন্যজন পৌরনিগমের শিক্ষা বিভাগে কাজ করেন । পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডেও রয়েছেন আক্রান্তরা । তাঁদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। “
তবে স্বস্তির খবর, পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষের সোয়াব রিপোর্ট নেগেটিভ এসেছে । স্থিতিশীল রয়েছে মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থাও । কয়েকদিন আগে তিনি কোরোনায় আক্রান্ত হন ।