বারাসত, 8 জুন : নিয়ম অমান্য করে রাস্তায় অযথা বেরোনোর অভিযোগে গাড়ি-সহ দুই চালককে আটক করল পুলিশ । ঘটনাটি বারাসত কলোনি মোড়ের । ধৃতদের কাছে বৈধ কাগজপত্রও ছিল না বলে অভিযোগ । সেকথা স্বীকার করে নিয়েছেন আব্দুল গনি মণ্ডল ও বিভাস পাল নামে ওই দুই গাড়ির চালক । এরপরই দু'জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।
করোনার সংক্রমণে লাগাম টানতে রাজ্যে কড়া বিধিনিষেধ চলছে । বাজার, দোকানপাট খোলার ক্ষেত্রেও নিয়মে বদল আনা হয়েছে । এ ছাড়া রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকেই । এই নিয়ম গোটা রাজ্যে বলবৎ থাকবে আগামী 15 জুন পর্যন্ত । ফলে কড়া নিয়মবিধিকে কার্যত লকডাউন হিসেবে দেখছেন অনেকেই । রাজ্যে কড়া বিধিনিষেধ চালু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় নিয়মভঙ্গের অভিযোগ সামনে এসেছে । নিয়মকে অমান্য করেই বাজার, রাস্তাঘাটে ভিড় করতে দেখা গিয়েছে কিছু মানুষ । তাঁদের শায়েস্তা করতে কখনও পুলিশকে কড়া হতে দেখা গিয়েছে । আবার কখনও নরমে-গরমে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন । সে রকমই নানা ঘটনা ঘটে জেলাসদর বারাসতেও । নিয়ম কার্যকরী করতে বারাসতের রাস্তায় নেমে কড়া ভূমিকা নিতে দেখা যায় জেলার পুলিশসুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে ।
তারপরও দেখা যাচ্ছে নিয়ম অমান্য করে নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছেন অনেকে । এ দিন সকাল এগারোটা নাগাদ বারাসত কলোনি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে ভাড়া খাটার ওই দুটি গাড়িকে আটকানো হয় । কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান । কিন্তু সেই কাগজপত্র তাঁদের কাছে ছিল না বলে অভিযোগ । এরপরই গাড়ি-সহ দুই চালককে আটক করে বারাসত থানায় নিয়ে যাওয়া হয় ।