পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় শিলিগুড়িতে গ্রেফতার 140 জন - করোনা

শিলিগুড়ি শহরে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করায় বৃহস্পতিবার রাতে মোট 140 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়েছে ৷

140-people-arrested-in-siliguri-for-violating-corona-restrictions
করোনা বিধিনিষেধ লঙ্ঘন করায় শিলিগুড়িতে গ্রেফতার 140 জন

By

Published : Jun 25, 2021, 1:15 PM IST

শিলিগুড়ি, 25 জুন : কয়েক ঘণ্টার অভিযানে 140 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ ৷ করোনার বিধিনিষেধ ভেঙে বেলাগামভাবে ঘোরাঘুরি করায় তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ দার্জিলিং মোড়ের নাকা তল্লাশি চালায় পুলিশ ৷ গ্রেফতার হওয়া 140 জনের কারও মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ ৷ এদের সকলের বিরুদ্ধে মোট 20টি ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

শিলিগুড়িতে করোনার সংক্রমণ খুব একটা নিয়ন্ত্রণে আসেনি ৷ এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণের বাড়াবাড়ি শুরু হয়েছে শিলিগুড়িতে ৷ তার মধ্যেই গত 16 জুন থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধে দ্বিতীয় দফায় বেশ কিছু ছাড় দিয়েছে সরকার ৷ আর তাতেই বেগালাম শিলিগুড়ির লোকজন ৷ বিনা কারণে বাড়ির বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করার অভিযোগ উঠতে শুরু করেছে ৷ সেই রকমই একাধিক অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি শহরে অভিযান চালাল পুলিশ ৷ যে অভিযানে 140 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন : শিলিগুড়িতে প্রাতঃভ্রমণের জন্য খোলার আগে স্যানিটাইজেশন পার্কে

অভিযোগ রাত 9টার পরেও বিনা কারণে লোকজন ঘোরাঘুরি করছিল ৷ তেমনি একাধিক লোকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কোনও যথাযথ কারণ দেখাতে না পারলেই গ্রেফতার করা হয়েছে ৷ দার্জিলিং মোড়ে বিশেষ নাকা তল্লাশি চালায় পুলিশ ৷ সেখানেই শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাসকে আটক করে পুলিশ ৷ সেই বাসে 27 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের কারও মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ ৷ বাস-সহ যাত্রীদের আটক করে পুলিশ ৷ শিলিগুড়ি কমিশনারেটে তরফে জানানো হয়েছে, আগামী দিনেও দরকারে এমন অভিযান চালানো হবে ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ না মানলে প্রয়োজনে গ্রেফতারও করা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details