শিলিগুড়ি, 7 অক্টোবর:দুর্গা পুজোর সময়ে রোগী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) বিরুদ্ধে । পুজোর দিনগুলিতে সঠিক ভাবে পরিষেবা পাননি বলে অভিযোগ করেছেন একাধিক রোগীর পরিবারের সদস্য । পাশাপাশি গ্রুপ-ডি কর্মীর অভাবে অনেক পরিবারের সদস্যদের স্ট্রেচার ঠেলে রোগীদের নিজেরাই বহন করতে দেখা গিয়েছে । এ দিকে, দুর্গা পুজোর সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 7 দিনে 109 জন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে (NBMC Death)।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত মৃত্যু হয়েছে 109 জন রোগীর । সড়ক দুর্ঘটনায় মৃত, বিষ খেয়ে মৃত্যু, অন্তঃসত্ত্বার ভ্রূণের মৃত্যু, নবজাতকের জন্মর সময় মৃত্যু, গর্ভাবস্থার 20তম সপ্তাহের পরে গর্ভে মারা যাওয়া এমন নানা ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক রোগীর । এই পরিসংখ্যানে নবজাতকের মৃত্যুও অন্তর্ভুক্ত রয়েছে ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীতে 18 জন, ষষ্ঠীতে 17 জন, সপ্তমীতে 23 জন, অষ্টমীতে 10 জন, নবমীতে 13 জন, দশমীতে 15 জন এবং একাদশীতে 13 জনের মৃত্যু হয়েছে । সব মিলিয়ে মোট 109 জনের মৃত্যু হয়েছে ওই সাতদিনে । পুজোর কদিন কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা ছুটিতে ছিলেন বলে অভিযোগ উঠেছে । পুজোর সময় শিক্ষানবীশ ও জুনিয়র চিকিৎসকদের উপরই ছিল হাসপাতালের পরিষেবার দায়িত্ব ।