আগরতলা, 10 এপ্রিল: মঙ্গলবার থেকে আগরতলায় শুরু হচ্ছে তৃতীয় ভারত-জাপান ইন্টেলেকচুয়াল কনক্লেভ ৷ দু'দিনের এই আলোচনাসভার বিষয়বস্তুর তালিকায় থাকছে উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংশ্লিষ্ট দেশগুলির মধ্য়ে অংশীদারিত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করতে এই আয়োজন ৷ সূত্রের দাবি, শুধুমাত্র ভারত ও জাপান নয়, সেইসঙ্গে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে কীভাবে এই অঞ্চলকে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে এবারের এই কনক্লেভে বিস্তারিত আলোচনা হবে ৷ ভারত, জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতিসাধন ছাড়াও এই তিন রাষ্ট্রের মধ্যে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়েও কথা বলবেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা ৷ বঙ্গোপসাগরকে ঘিরে যে দেশগুলি রয়েছে, সেগুলির সামগ্রিক উন্নয়নও এই কনক্লেভের অন্যতম আলোচ্য হতে চলেছে ৷
এই কনক্লেভে উত্তর-পূর্ব ভারতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ সংশ্লিষ্ট মহল বলছে, ভারতের অন্য়ান্য অংশের থেকে উত্তর-পূর্বাঞ্চল বেশ কিছুটা বিচ্ছিন্ন ৷ অথচ, এই অঞ্চল নিজের মধ্যে সঙ্গবদ্ধ এবং সরাসরি পর্বত থেকে সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ৷ এই ভৌগোলিক চরিত্রকে আরও ইতিবাচকভাবে উন্নয়নের কাজে লাগাতে চান অনুষ্ঠানের উদ্যোক্তারা ৷ তাই এ নিয়ে কনক্লেভে বিস্তারিত আলোচনা হতে পারে ৷