পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

India Japan Intellectual Conclave: সম্মেলনের মঞ্চে ভারত-জাপান, থাকছে বাংলাদেশও - থাকছে বাংলাদেশও

আগরতলায় শুরু হচ্ছে দু'দিনব্যাপী তৃতীয় ভারত-জাপান ইন্টেলেকচুয়াল কনক্লেভ ৷ এই আলোচনাসভায় উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উন্নতি নিয়ে কথা বলবেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা ৷

Third India Japan Intellectual Conclave for Two Days will start on 11th April
প্রতীকী ছবি

By

Published : Apr 10, 2023, 7:48 PM IST

আগরতলা, 10 এপ্রিল: মঙ্গলবার থেকে আগরতলায় শুরু হচ্ছে তৃতীয় ভারত-জাপান ইন্টেলেকচুয়াল কনক্লেভ ৷ দু'দিনের এই আলোচনাসভার বিষয়বস্তুর তালিকায় থাকছে উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংশ্লিষ্ট দেশগুলির মধ্য়ে অংশীদারিত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করতে এই আয়োজন ৷ সূত্রের দাবি, শুধুমাত্র ভারত ও জাপান নয়, সেইসঙ্গে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে কীভাবে এই অঞ্চলকে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে এবারের এই কনক্লেভে বিস্তারিত আলোচনা হবে ৷ ভারত, জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতিসাধন ছাড়াও এই তিন রাষ্ট্রের মধ্যে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়েও কথা বলবেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা ৷ বঙ্গোপসাগরকে ঘিরে যে দেশগুলি রয়েছে, সেগুলির সামগ্রিক উন্নয়নও এই কনক্লেভের অন্যতম আলোচ্য হতে চলেছে ৷

এই কনক্লেভে উত্তর-পূর্ব ভারতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ সংশ্লিষ্ট মহল বলছে, ভারতের অন্য়ান্য অংশের থেকে উত্তর-পূর্বাঞ্চল বেশ কিছুটা বিচ্ছিন্ন ৷ অথচ, এই অঞ্চল নিজের মধ্যে সঙ্গবদ্ধ এবং সরাসরি পর্বত থেকে সমুদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ৷ এই ভৌগোলিক চরিত্রকে আরও ইতিবাচকভাবে উন্নয়নের কাজে লাগাতে চান অনুষ্ঠানের উদ্যোক্তারা ৷ তাই এ নিয়ে কনক্লেভে বিস্তারিত আলোচনা হতে পারে ৷

বাংলাদেশের সঙ্গে ভারতের এবং জাপানের বাণিজ্যিক লেনদেন আরও বাড়ানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য়ে ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান ছাড়াও রেল ও সড়কপথে সরাসরি যোগাযোগের উপায় রয়েছে ৷ সেই যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত করতে চায় সংশ্লিষ্ট প্রসাশন ৷ তবে, বাংলাদেশের সঙ্গে জাপানের এমন যোগাযোগ গড়ে তোলা সম্ভব না হলেও ভারত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অঞ্চলে সংশ্লিষ্ট দেশগুলির মধ্য়ে বাণিজ্য ক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন:আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণ শেষের মুখে, 6 মাসেই শুরু হবে বাণিজ্য ও যাত্রী পরিষেবা

বঙ্গোপসাগরের উপস্থিতি জলপথে এই এলাকাকে সরাসরি বহির্বিশ্বের সঙ্গে জুড়তে সক্ষম ৷ তাছাড়া, সামগ্রিকভাবে এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্রও অনন্য ৷ এই সমস্ত বিষয়গুলিকে কাজে লাগিয়ে কীভাবে আগামী দিনে এই অঞ্চলকে আন্তর্জাতিকস্তরে আরও শক্তিশালী করে তোলা যায়, সেই বিষয়েই এবারের কনক্লেভে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details