পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

March for Education ত্রিপুরায় এসএফআইয়ের মার্চ ফর এডুকেশন মিছিলে পুলিশি বাধার অভিযোগ - SFI

ত্রিপুরায় এসএফআইয়ের মার্চ ফর এডুকেশন (March for Education) মিছিল ছিল ৷ সেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ ৷

sfi-claims-tripura-police-blocked-march-for-education-in-agartala
March for Education ত্রিপুরায় এসএফআইয়ের মার্চ ফর এডুকেশন মিছিলে পুলিশি বাধার অভিযোগ

By

Published : Aug 13, 2022, 9:12 PM IST

কলকাতা, 13 অগস্ট : কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির (National Education Policy) বিরুদ্ধে এসএফআই (SFI)-এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ত্রিপুরা পুলিশের (Tripura Police) বিরুদ্ধে । ‘মার্চ ফর এডুকেশন’ (March for Education) মিছিল পূর্ব ঘোষিত থাকলেও ত্রিপুরা পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ । পরে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করা হয় ত্রিপুরার কুমারঘাট এলাকায় । এসএফআই নেতাদের দাবি, 12 অগস্ট আগরতলা থেকে উত্তর-পূর্ব ভারতে এসএফআই-এর এই কর্মসূচি শুরু হয় ৷ বাম ছাত্র সংগঠনের দেড় মাস ব্যাপী এই কর্মসূচি অর্থাৎ, জাঠা শ্রীনগর থেকে শুরু হয় । কলকাতায় এসে এই মিছিল জাঠা শেষ হবে ৷ বাংলায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সমাবেশের সূচনা করবেন বলে এসএফআই-এর তরফে জানানো হয়েছে ৷

পশ্চিমবঙ্গ এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যর অভিযোগ, ত্রিপুরার কুমারঘাটে এসএফআই-এর পূর্বঘোষিত সভার অনুমতি দেয়নি বিজেপি সরকারের পুলিশ । ছাত্রদের বিশাল মিছিল বেরতে গেলে লাঠিচার্জ করে বাধা দিতে আসে পুলিশ । পুলিশের বাধা উপেক্ষা করে হয় মিছিল । যেখানে এসএফআই-এর সভা হওয়ার কথা ছিল, সেখানে বিজেপির নির্দেশে মঞ্চ খুলে দিয়েছিল পুলিশ । মিছিল শেষে সেখানেই সভা করে এসএফআই । ত্রিপুরার রাজ্য সম্পাদক সন্দীপন দেবের সঙ্গে সেই সভায় সৃজনও উপস্থিত ছিলেন ৷

এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্র নতুন শিক্ষানীতি তৈরি করেছে । যা শিক্ষা নীতির নামে শিক্ষাক্ষেত্রে পুরোপুরি বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে । এর ফলে আগামিদিনের গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা শিক্ষার থেকে বঞ্চিত হবেন ।’’

আরও পড়ুন :অনুব্রতর গ্রেফতারিতে রাজ্য জুড়ে গুড়-বাতাসা-নকুলদানা বিলি করল এসএফআই

ABOUT THE AUTHOR

...view details