আগরতলা, 29 জুন:রথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার উলটো রথযাত্রায় ত্রিপুরার কুমারঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ রথ নিয়ে যাওয়ার সময় তার মাথা হাইটেনশন তারের সংস্পর্শে আসে ৷ এতেই বিপত্তি ঘটে 7 জনের মৃত্যু হয় ৷ আহত হন 16 জন পুণ্যার্থী ৷ এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তিনি এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি ৷ বুধবার রাতে টুইট করে মুখ্যমন্ত্রী জানান, তিনি কুমারঘাটে উলটো রথের দুর্ঘটনাস্থলটি ঘুরে দেখেছেন ৷ হাসপাতালে চিকিৎসাধীন জখমদের স্বাস্থ্য বিষয়ে খোঁজও নিয়েছেন ৷
তিনি আরও ঘোষণা করেন, ত্রিপুরা সরকার মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা, 60 শতাংশ জখমদের 2.5 লক্ষ টাকা, 40-60 শতাংশ আহত ব্যক্তিদের 74 হাজার টাকা করে দেবে ৷ এই ঘটনার তদন্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ তারা এর তদন্ত করে রিপোর্ট জমা দেবে ৷
আরও পড়ুন: জগন্নাথ, বলরাম ও সুভদ্রায় সেবায় ছাপান্ন ভোগ মায়াপুরের ইসকনে, পাতে পড়ছে পিৎজা-বার্গার