আগরতলা (ত্রিপুরা), 7 ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ একই সঙ্গে জানালেন কেন তিনি ত্রিপুরায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) দায়িত্ব দিয়েছেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অভিষেকদের দায়িত্ব দিয়েছিলাম ৷ নতুন প্রজন্ম এগিয়ে আসুক ৷ ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে উদ্ধার করুক ৷ প্রতিটি ঘটনা নজর রাখতাম ৷’’
মঙ্গলবার ত্রিপুরার (Tripura) আগরতলায় রাজনৈতিক জনসভা করেন মমতা ৷ সেই জনসভার মঞ্চ থেকেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি ত্রিপুরার সঙ্গে তাঁর যোগসূত্রের কথা ও বাংলার মিলের কথাও উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের বাংলার সংস্কৃতি, ত্রিপুরার সংস্কৃতি, কোনও পার্থক্য নেই ৷ ভাষা, খাবার, সর্বধর্ম সমন্বয় সবই এক ৷ ত্রিপুরার প্রতিটা ওয়ার্ডে ঘুরেছি ৷ ত্রিপুরা আমার কাছে নতুন নয় ৷’’
বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ: এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন ৷ মমতার দাবি, তাঁর দলের সাংসদ দোলা সেন, অভিষেকের উপর আক্রমণ হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীদের উপর হামলা হয়েছে ৷ চিকিৎসারও ব্যবস্থা করতে দেওয়া হয়নি ৷ বাংলায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে ৷ তৃণমূল নেত্রীর দাবি, ত্রিপুরায় বিরোধীদের অধিকার বিজেপি খর্ব করে রেখেছে ৷ কাউকে কোনও আন্দোলন করতে দেওয়া হয় না ৷ চাকরি দাবিতে আন্দোলন করতে দেওয়া হয় না ৷ সরকারি কর্মচারীদের আন্দোলন করতে দেওয়া হয় না ৷
সিপিএম-বিজেপি আঁতাতের অভিযোগ: এদিন ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপধ্যায় ত্রিপুরায় সিপিএমের বিরুদ্ধে অতীতে সন্ত্রাসের অভিযোগ করেছেন ৷ তিনি কংগ্রেসে থাকাকালীন সেই সন্ত্রাসের চিহ্ন দেখে গিয়েছেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, সিপিএমের লোকেরা 2018 সালে বিজেপিতে ভিড়েছিলেন ৷ এখন তাঁরা আবার সিপিএমে ফিরে গিয়েছেন ৷