পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata in Tripura for Poll Campaign: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা - Trinamool Congress

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে মঙ্গলবার ত্রিপুরায় নির্বাচনী প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সভার মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে (CPIM) একযোগে আক্রমণ করেন তিনি ৷

Mamata Abhishek
Mamata Abhishek

By

Published : Feb 7, 2023, 3:06 PM IST

Updated : Feb 7, 2023, 3:37 PM IST

আগরতলা (ত্রিপুরা), 7 ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ একই সঙ্গে জানালেন কেন তিনি ত্রিপুরায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) দায়িত্ব দিয়েছেন ৷ বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অভিষেকদের দায়িত্ব দিয়েছিলাম ৷ নতুন প্রজন্ম এগিয়ে আসুক ৷ ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে উদ্ধার করুক ৷ প্রতিটি ঘটনা নজর রাখতাম ৷’’

মঙ্গলবার ত্রিপুরার (Tripura) আগরতলায় রাজনৈতিক জনসভা করেন মমতা ৷ সেই জনসভার মঞ্চ থেকেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি ত্রিপুরার সঙ্গে তাঁর যোগসূত্রের কথা ও বাংলার মিলের কথাও উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের বাংলার সংস্কৃতি, ত্রিপুরার সংস্কৃতি, কোনও পার্থক্য নেই ৷ ভাষা, খাবার, সর্বধর্ম সমন্বয় সবই এক ৷ ত্রিপুরার প্রতিটা ওয়ার্ডে ঘুরেছি ৷ ত্রিপুরা আমার কাছে নতুন নয় ৷’’

বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ: এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন ৷ মমতার দাবি, তাঁর দলের সাংসদ দোলা সেন, অভিষেকের উপর আক্রমণ হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীদের উপর হামলা হয়েছে ৷ চিকিৎসারও ব্যবস্থা করতে দেওয়া হয়নি ৷ বাংলায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে ৷ তৃণমূল নেত্রীর দাবি, ত্রিপুরায় বিরোধীদের অধিকার বিজেপি খর্ব করে রেখেছে ৷ কাউকে কোনও আন্দোলন করতে দেওয়া হয় না ৷ চাকরি দাবিতে আন্দোলন করতে দেওয়া হয় না ৷ সরকারি কর্মচারীদের আন্দোলন করতে দেওয়া হয় না ৷

সিপিএম-বিজেপি আঁতাতের অভিযোগ: এদিন ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপধ্যায় ত্রিপুরায় সিপিএমের বিরুদ্ধে অতীতে সন্ত্রাসের অভিযোগ করেছেন ৷ তিনি কংগ্রেসে থাকাকালীন সেই সন্ত্রাসের চিহ্ন দেখে গিয়েছেন বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, সিপিএমের লোকেরা 2018 সালে বিজেপিতে ভিড়েছিলেন ৷ এখন তাঁরা আবার সিপিএমে ফিরে গিয়েছেন ৷

বাংলার উন্নয়নের খতিয়ান: 2011 সালে বাংলায় ক্ষমতায় আসেন ৷ তার পর প্রায় 12 বছর ধরে সরকারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই সময়ের মধ্যে তাঁর সরকার বাংলার মানুষের জন্য কী কী করেছে, সেই বিষয়টিও এদিন উল্লেখ করেন ৷ তাঁর ভাষণে এদিন উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী, ছাত্রদের দেওয়া বিভিন্ন বৃত্তিমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি ৷

মমতার দাবি, বাংলার বিভিন্ন ধর্মস্থানে উন্নয়নের কাজ করা হয়েছে ৷ পর্যটনের জন্য এই কাজ করা হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট,পাথরচাপড়ি, ফুরফুরা শরিফের প্রসঙ্গ তোলেন ৷ তারই প্রেক্ষিতে তিনি অভিযোগ করেছেন যে ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি ৷ কেন তা করা হয়নি, সেই প্রশ্নও তোলেন মমতা ৷

ত্রিপুরার জন্য বার্তা: এদিনের সভা থেকে ত্রিপুরায় ফের আসার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, ভোটের পর তিনি ত্রিপুরায় আবার আসবেন ৷ ডাবল ইঞ্জিন, সিঙ্গল ইঞ্জিন নাকি মানুষের ইঞ্জিনের সরকার হয়, সেটাই তিনি দেখতে আসবেন ৷ ত্রিপুরাকে তিনি ভুলবেন না বলেও জানিয়েছেন ৷

আরও পড়ুন:‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

Last Updated : Feb 7, 2023, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details