পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Hogs Limelight In Tripura: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা - কংগ্রেস

ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Assembly Elections 2023) প্রচারে সোমবার আগরতলায় হাজির হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ উত্তর পূর্ব ভারতের (North East India) এই রাজ্যকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেছেন তিনি ৷

Mamata Hogs Limelight In Tripura
Mamata Hogs Limelight In Tripura

By

Published : Feb 6, 2023, 6:48 PM IST

Updated : Feb 6, 2023, 7:21 PM IST

আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগরতলা (ত্রিপুরা), 6 ফেব্রুয়ারি: ত্রিপুরাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার তিনি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে এসে পৌঁছেছেন ৷ এসেই বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই এই কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ যদি আমার প্রথম বাড়ি হয়, তাহলে দ্বিতীয় বাড়ি হল ত্রিপুরা ৷’’

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ এই প্রথম ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ প্রচারে দলের নেতারা রোজই বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে ঘাসফুল শিবিরকে এই নির্বাচনী লড়াইয়ে চাঙ্গা করতে হাজির হয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী ৷ তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷

আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

মমতা এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে ৷ ত্রিপুরার শাসক দল সন্ত্রাস চালাচ্ছে অভিযোগ করেছেন ৷ তাঁর কথায়, “এমন এক সময়ে যখন কেউ সেখানে ছিল না এবং বিজেপি সকলের উপর নির্যাতন করছিল, সেই সময়ে তৃণমূল কংগ্রেস ছিল । সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন-সহ আমাদের সংসদ সদস্যদের গাড়িতেও হামলা হয় ।’’

এর পর তিনি ত্রিপুরায় কংগ্রেসের হয়ে কাজ করার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন ৷ বলেন, ‘‘ত্রিপুরায় প্রথম কংগ্রেস (Congress) যখন সরকার গঠন করে, তখন তৎকালীন সাংসদ সন্তোষমোহন দেব, মনোরঞ্জন ভাকরা ও আমি একসঙ্গে কাজ করেছিলাম । আমি ত্রিপুরাকে খুব কাছ থেকে চিনি এবং আমার বাড়ি মনে করে কাজ করেছি ৷” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক ছিল এবং থাকবে । যখন কেউ ছিল না, তখন আমি ছিলাম । এটা আমার বাড়ির মতো, আমি বাংলায় কথা বলতে পারি, খাবার একই এবং পোশাকও একই ।”

আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন বিমানবন্দর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যান উদয়পুরে ৷ সেখানে তিনি পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে ৷ আগামিকাল, মঙ্গলবার আগরতলায় তাঁর রাজনৈতিক সভা রয়েছে ৷ সূত্রের খবর, তার আগে সোমবার রাতে তিনি ত্রিপুরা তৃণমূলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করবেন ৷ ভোটের প্রচার ও প্রস্তুতি কথা বলবেন ৷ প্রয়োজনীয় নির্দেশ দেবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োদজন, ত্রিপুরায় টানা তিনদশক বামফ্রন্টের সরকার ছিল ৷ 2018-তে ক্ষমতায় আসে বিজেপি ৷ পাঁচ বছর পর সেই জয় ধরে রাখার লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির ৷ আর সেই লড়াইয়ে বিজেপির অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন:ত্রিপুরার উন্নয়নে তৃণমূলের দাওয়াই 'বেঙ্গল মডেল' !

Last Updated : Feb 6, 2023, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details