আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: মাস দুয়েকের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে ওই রাজ্যে মঙ্গলবার তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ (PMLA)-এর অধীনে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চলে ৷ ওই রাজ্যের দু’টি জায়গায় ইডি (ED) তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডির তরফে জানানো হয়েছে, তারা তিনটি মাদক পাচারের মামলার তদন্তের ক্ষেত্রে ত্রিপুরার আগরতলা এবং সিপাহিজলা জেলায় এই তল্লাশি অভিযান চালিয়েছে । ত্রিপুরা পুলিশের তরফে এনডিপিএস আইন (NDPS Act), 1985-এর 20/29 ধারার অধীনে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেয় ৷ ওই তিনজন হলেন সুজিত সরকার, বিজয় পাল ও পরেশচন্দ্র রায়৷ তাঁদের বিরুদ্ধে মাদক পাচারে (Drug Smuggling) সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ সেই মামলাতেই এদিনের তল্লাশি অভিযান বলে ইডির তরফে জানানো হয়েছে ৷