আগরতলা, 13 এপ্রিল:রাজ্য়ে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করার দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল ত্রিপুরা সিপিএম নেতৃত্ব ৷ তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে চিঠি পাঠিয়েছেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যের গণতন্ত্রকামী মানুষ সরকারের মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে ৷ রাজ্যজুড়ে বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং ভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসীদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে ! মুখ্যমন্ত্রীর কাছে জিতেন্দ্রর প্রশ্ন, কবে এই অনাচার বন্ধ হবে ! কবেই বা সরকার পক্ষ দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে এবং রাজ্যে ফের একবার আইনের শাসন বলবৎ হবে !
সিপিএম বিধায়কের অভিযোগ, গত 10 এপ্রিল তাঁদের দলের জিরানিয়া মহকুমা কমিটির কার্যালয়ে হামলা চালানো হয় ৷ রাতের অন্ধকারে কার্যালয় আক্রমণ করে একদল গুন্ডা ৷ ঘটনাচক্রে ওই দিন সকালেই মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন সিপিএমের প্রতিনিধিরা ৷ সেই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, কীভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্য ও সমর্থকদের নিশানা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী সমস্তটা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন ৷ কিন্তু, তারপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সিপিএমের কার্যালয়ে হামলা চালানো হয় !