আগরতলা, 20 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) ভাইপো ৷ তাই তৃণমূলে তিনিই নম্বর টু ৷ এতদিন ঘাসফুল শিবিরে এটা ছিল অলিখিত সত্য ৷ কিন্তু সোমবার আগরতলায় বসে সেটাই কার্যত ‘অফিসিয়াল’ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) ৷
আগামী 23 জুন ত্রিপুরার কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (Tripura Assembly Bye Election 2022) রয়েছে ৷ সেই উপ-নির্বাচনের প্রচারে গিয়ে এদিন ত্রিপুরার রাজধানীতে সাংবাদিক বৈঠক করেন ৷ ঘণ্টাখানেক সাংবাদিকদের সামনে বসে আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ত্রিপুরা বিজেপিকে তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেনই ৷ একই সঙ্গে সেনাবাহিনীকে অপমান ও নিজেদের প্রয়োজনে ব্যবহারের অভিযোগ তুলে সরাসরি তোপ দাগলেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷
2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) পর তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী ৷ তার পর থেকে জাতীয়স্তরে তৃণমূলের ‘ফুটপ্রিন্ট’ বৃদ্ধিতে সচেষ্ট ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তার উপর আগামিকাল মঙ্গলবার তিনি নয়াদিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে মমতার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ৷
যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, তৃণমূলে মমতার বিকল্প অভিষেক ৷ এই নিয়ে কারও কোনও দ্বিমত থাকতে পারে না ৷ কিন্তু শরদ পাওয়ারের ডাকা বৈঠকে অভিষেককে পাঠানোর সিদ্ধান্তে তৃণমূলে তাঁর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেটা উপলব্ধি করতে পেরেই আরও আক্রমণাত্মক মেজাজে সোমবার হাজির হলেন অভিষেক ৷
সাংবাদিক বৈঠকের শুরুতে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন ৷ সেখানে তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, ত্রিপুরায় সিপিএমের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি ৷ প্রতিরোধের রাস্তা বেছে না নিলে এই সন্ত্রাস চলতে থাকবে ৷ স্মার্ট সিটি তৈরিতে আগরতলার জন্য বরাদ্দ 245 কোটি টাকা কোথায় গেল, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক ৷
নাম না করে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধিকেও (Congress Leader Rahul Gandhi) আক্রমণ করেছেন ৷ তাঁর অভিযোগ, ফেসবুক ও টুইটারের মাধ্যমে আক্রমণ করলে কোনওদিন রাজনৈতিক আন্দোলন তৈরি করা যায় না ৷