আগরতলা (ত্রিপুরা), 20 ডিসেম্বর: বেআইনি নিয়োগের অভিযোগে 25 জন চাকরি হারাতে চলেছেন ত্রিপুরায় (Tripura) ৷ মঙ্গলবার ওই রাজ্যের হাইকোর্ট (Tripura High Court) ওই 25 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে ৷ এমনটাই জানিয়েছেন, আইনজীবী সৌমিক দেব ৷ তিনি জানান, বেআইনি নির্বাচন প্রক্রিয়ার জন্য ত্রিপুরা হাইকোর্টের রায়ে 25টির মতো তফসিলি উপজাতি (ST) এবং তফসিলি জাতির (SC) অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট তাঁদের চাকরি হারাতে চলেছেন ৷
তিনি জানান, 2013 সালের 30 সেপ্টেম্বর তৎকালীন ত্রিপুরা সরকার অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের 73টি শূন্যপদ পূরণের জন্য একটি ওয়াক-ইন ইন্টারভিউ করা হয় ৷ 73টি শূন্যপদের মধ্যে 60টি শূন্যপদ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল । বাকি 13টি পদ ছিল অসংরক্ষিত ৷
তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যের সংরক্ষণ আইন অনুসারে, 31 শতাংশ আসন তফসিলি উপজাতিদের জন্য এবং 17 শতাংশ আসন তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত থাকা উচিত । অ্যালোপ্যাথি ফার্মাসিস্টের (Allopathy Pharmacists) 73টি শূন্যপদ পূরণে, 84 শতাংশ আসন সংরক্ষিত ছিল ।