মালদা, 27 ফেব্রুয়ারি : দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি । কিন্তু নিজেকে বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র । জানালেন, মানিকচক কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন । এর কারণ হিসেবে তাঁর সাফাই, আর কেউ প্রার্থী হওয়ার মতো যোগ্য নন ।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গতকাল । কিন্তু রাজনৈতিক দলগুলি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি । অনেক ক্ষেত্রে দলের আগে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিভিন্ন নেতা-নেত্রী । এবার সেই তালিকায় নাম লেখালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সাবিত্রী মিত্র । মানিকচক ব্লকের মথুরাপুরে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের সূচনা অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “একুশের ভোটে মানিকচক কেন্দ্রে আমি নিজেকে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছি৷ এখানে সাবিত্রী মিত্র প্রার্থী হচ্ছে৷ আর কেউ নয়৷” সেইসময় প্রাক্তন বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিস সিনহা, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রেজাউল আলি, ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান-সহ অন্যান্যরা৷