পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালদায় চোর সন্দেহে 2 যুবককে মারধর - incident

চোর সন্দেহে মালদার ইংরেজবাজারে দুই যুবককে মারধর ৷ আক্রান্তদের নাম হাইয়ুল শেখ ও সালাম শেখ ৷ ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে ৷

আক্রান্ত যুবক

By

Published : Oct 13, 2019, 2:56 PM IST

মালদা, 13 অক্টোবর : চোর সন্দেহে দুই যুবককে মারধর ৷ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনির ঘটনা ৷ আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আক্রান্তদের নাম হাইয়ুল শেখ ও সালাম শেখ ৷ হাইয়ুলের বাড়ি সুজাপুরের স্কুল পাড়ায় ও সালামের বাড়ি সুজাপুরের ডাঙা এলাকায় ৷ গতরাতে তাঁদের কলোনির একটি বাড়ির ছাদে দেখতে পায় স্থানীয়রা ৷ চোর সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ ৷ মারের চোটে সংজ্ঞা হারান দু'জনেই ৷

হাইয়ুল বলেন, গতরাতে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন ৷ স্থানীয় কয়েকজন লাইট নিয়ে ঘোরাঘুরি করছিল ৷ তাঁদের দেখতে পেয়েই তারা (স্থানীয়রা) চোর চোর বলে চিৎকার করে ওঠে ৷ পালাতে গেলে পিছু ধাওয়া করে ৷ বাঁশ, লাঠি দিয়ে মারধর করে ৷ চোর সন্দেহে মারধর করা হয় ৷

এই ঘটনায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details