পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Malda : মালদা মেডিক্যালে নার্সকে নিগ্রহ ও চিকিৎসকদের গালিগালাজ, ধৃত দুই মহিলা - Malda Medical College & Hospital

মালদা মেডিক্যাল কলেজে কর্তব্যরত নার্সকে নিগ্রহের অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে ৷ আক্রান্ত নার্স থানায় অভিযোগ দায়ের করলে মহিলাদের গ্রেফতার করা হয়েছে ৷

মালদা মেডিক্যালে নার্সকে নিগ্রহ-চিকিৎসকদের গালিগালাজ, ধৃত দুই মহিলা
মালদা মেডিক্যালে নার্সকে নিগ্রহ-চিকিৎসকদের গালিগালাজ, ধৃত দুই মহিলা

By

Published : Sep 2, 2021, 6:40 PM IST

মালদা, 2 সেপ্টেম্বর : বৃহস্পতিবারের বারবেলায় হুলুস্থুল ঘটনা মালদা মেডিক্যাল কলেজে । ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর পরিবারের দুই সদস্য বেশ কিছুক্ষণের জন্য কার্যত তাণ্ডব চালান । ওয়ার্ডের ভিতর ছবি তুলতে বাধা দেওয়ায় তাঁরা কর্তব্যরত নার্সের হাত মুচড়ে দেন । তাঁদের অশ্লীল ভাষায় গালাগালির হাত থেকে রেহাই পাননি চিকিৎসকরাও । শেষ পর্যন্ত মেডিক্যালের পুলিশ ক্যাম্পের কর্মীরা ওই দুই মহিলাকে আটক করেন । এনিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীত নার্স । তাঁর অভিযোগের ভিত্তিতে পরে মহিলাদের গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের সহকারি অধ্যক্ষ ও হাসপাতাল সুপার ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবল শ্বাসকষ্ট নিয়ে গতকাল মালদা মেডিক্যালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন হবিবপুর থানার আইহো গ্রামের হরিতলা এলাকার বাসিন্দা পাতানি মণ্ডল (68) । গতকাল তাঁর শারীরিক পরিস্থিতি খুব খারাপ ছিল । সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় আজ তিনি খানিকটা সুস্থ রয়েছেন । এদিন তাঁকে দেখতে আসেন বাড়ির দুই সদস্য রীতা মণ্ডল ও রমা মণ্ডল । অভিযোগ, রোগীর আত্মীয় দুই মহিলা ওয়ার্ডে চিৎকার করে কথা বলছিলেন । রীতা মণ্ডল নিজের মোবাইল ফোনে ওয়ার্ডের ভিতরে ছবিও তুলছিলেন । তা দেখতে পেয়ে বাধা দেন কর্তব্যরত নার্স । ওয়ার্ডের ভিতরে মোবাইলে ভিডিওগ্রাফি করা বেআইনি বলেও জানান । কিন্তু তাঁর কথা কানে তোলেননি রীতা । এরপরই ওই নার্স রীতার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন ।

অভিযোগ, সেই সময় রীতা ও রমা ওই নার্সের ডান হাত মুচড়ে দেন । তাঁকে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন । তাঁদের থামাতে যান ওয়ার্ডে থাকা চিকিৎসকরাও । কিন্তু দুই মহিলা তাঁদেরও ছেড়ে কথা বলেননি । চিকিৎসকদেরও অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন তাঁরা । এরপরই স্বাস্থ্যকর্মীরা মেডিক্যালে থাকা পুলিশ ক্যাম্পে খবর দেন । খবর পেয়ে ক্যাম্পের পুলিশকর্মীরা দুই মহিলাকে ক্যাম্পে নিয়ে যান । খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায় । থানা থেকে পুলিশ এলে আক্রান্ত নার্স মহিলাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ ।

নিগৃহীত নার্সের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানা ৷

মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা বলেন, "আজ মহিলাদের মেডিসিন ওয়ার্ডে অন ডিউটি এক নার্স লক্ষ্য করেন, এক মহিলা ওই ওয়ার্ডের ছবি তুলছেন । এতে ওয়ার্ডের গোপনীয়তা নষ্ট হচ্ছিল । নার্স ছবি তুলতে বাধা দিতে গেলে ওই দুই মহিলা তাঁকে শারীরিক নিগ্রহ করেন । সেই সময় ওয়ার্ডে থাকা চিকিৎসক ও নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দিতে গেলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । শেষ পর্যন্ত মহিলাদের আটকানো হয় । পুলিশে খবর দেওয়া হলে পুলিশকর্মীরা মহিলাদের আটক করে নিয়ে যান । ওয়ার্ডের ভিতর ছবি তোলা আইনবিরুদ্ধ কাজ । বিশেষত ফিমেল ওয়ার্ডের ছবি এভাবে তোলা যায় না । এই ঘটনায় ওই নার্স পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন । তারপর তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ আক্রন্ত নার্স সুস্থ রয়েছেন ।"

ইংরেজবাজার থানার কর্তব্যরত পুলিশ অফিসার বলেন, "এই দুই মহিলা চিকিৎসক ও নার্সকে মেরেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে । ধৃতরা চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় । এই ঘটনায় এক নার্স লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ।"

আরও পড়ুন : Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ABOUT THE AUTHOR

...view details