মালদা, 25 অগস্ট: গরু চোর সন্দেহে এক বাংলাদেশি-সহ দুই যুবককে আটক করে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে (Two Bangladeshi alleged as Cow Thief) । খবর পেয়ে বিএসএফ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের কুমারপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটে নাগাদ দুই ব্যক্তিকে কুমারপুর এলাকার ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ওই এলাকায় গ্রামের গরু চরতে ছেড়ে আসেন তারা । এরপরই গরু চোর সন্দেহে (Cow Thief) দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ । খবর পেয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফের 44 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা (BSF detained Two Bangladeshi )।