মালদা, 21 জুলাই : একুশে কর্মসূচিতে কোরোনা সতর্কতার বাঁধ ভাঙল তৃণমূল ৷ মালদার প্রধান দুটি অনুষ্ঠানেই সেই ছবি ধরা পড়েছে ৷ একুশের আবেগ যে কোরোনা সতর্কতার বিধিনিষেধ ছাপিয়ে গিয়েছে তা মেনে নিয়েছেন দুই অনুষ্ঠানের নেতারা ৷
মালদায় সামাজিক দূরত্বের বিধি শিকেয় তৃণমূল কর্মী-সমর্থকদের - একুশে কর্মসূচিতে কোরোনা সতর্কতা মানা হল না
কোরোনা সতর্কতা বিধি না মেনেই একুশে কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷ মালদা শহরে শহিদ মোড়ে এই কর্মসূচিতে সামাজিক দূরত্ব বিধি না মানার ছবি সামনে এল ৷ অন্যদিকে জেলা কার্যালয়েও এই বিধি আদৌ মানা হল না ৷
আজ জেলা যুব তৃণমূলের উদ্যোগে মালদা শহরের শহিদ মোড়ে একুশে জুলাই কর্মসূচি পালন করা হল ৷ এখানে মূল বক্তা ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ৷ অনুষ্ঠানে থিকথিকে ভিড়ে উধাও হয়ে গিয়েছিল কোরোনা সতর্কতা ৷ কয়েকজনের মুখে মাস্কও দেখা যায়নি ৷ যদিও অনুষ্ঠানের উদ্যোক্তা বারবার মাইকে দূরত্ববিধি মেনে চলার আবেদন জানিয়েছেন ৷ কিন্তু তাঁর কথা শোনে ক’জন? প্রায় এক ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানে সবাই গায়ে গা লাগিয়েই নেতাদের বক্তব্য শুনল ৷ উদ্যোক্তা, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, “প্রতি বছর এই দিবস কলকাতার ধর্মতলায় পালন করা হয় ৷ এবার সেই জমায়েত সেখানে হচ্ছে না ৷ এবার ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে ৷ অন্যান্য বছরগুলোতেও এই দিনটিতে আমরা শহরের শহিদ বেদিতে মাল্যদান করে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করি ৷ নেত্রীর নির্দেশে এবার আমরা একইভাবে কর্মসূচি পালন করছি ৷ কোরোনা আবহে আমরা এবার সামাজিক দূরত্ববিধি বজায় রেখেই এই কর্মসূচি পালন করতে চেয়েছিলাম ৷ কিন্তু মানুষ আবেগে সেই সর্তকতাবিধির কথা মাথায় না রেখেই এখানে ভিড় করে ফেলেছে ৷”